প্রচ্ছদ

বর্ষীয়ান রাজনীতিবিদ সুরঞ্জিত সেনগুপ্তকে শেষ বিদায় জানালো সিলেটবাসী

০৬ ফেব্রুয়ারি ২০১৭, ১৬:২৯

ফেঞ্চুগঞ্জ সমাচার

৬ ফেব্রুয়ারি, ২০১৭  : ফুলেল শ্রদ্ধা আর ভালবাসায় বর্ষীয়ান রাজনীতিবিদ, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও জাতীয় সংসদ সদস্য মুক্তিযোদ্ধা সুরঞ্জিত সেনগুপ্তকে শেষ বিদায় জানিয়েছে সিলেটবাসী।
আজ সোমবার বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত তার মরদেহ সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হয়।
শহীদ মিনার প্রাঙ্গণে অস্থায়ী মঞ্চে কফিন রাখা হলে অন্তত অর্ধলক্ষাধিক রাজনৈতিক সহকর্মী, ভক্ত-অনুরাগী ফুলে ফুলে শেষবারের মতো তাদের প্রিয় নেতাকে শ্রদ্ধা জানান। পরে দুপুর ১২টায় তার লাশবাহি গাড়ি গ্রামের বাড়ি সুনামগঞ্জের উদ্দেশে রওয়ানা হয়।
এর আগে সকাল ১০টা ৪৫ মিনিটে সুরঞ্জিত সেনগুপ্তের লাশবাহি হেলিকপ্টার সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সেখান থেকে অ্যাম্বুলেন্সযোগে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে নেয়া হয়। ১০টা ৫৮ মিনিটে লাশবাহি অ্যাম্বুলেন্স শহীদ মিনারে প্রবেশ করে।
সকাল থেকেই সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে জড়ো হন হাজার-হাজার ভক্ত-অনুরাগী। দলমত নির্বিশেষে সিলেট বিভাগের বিভিন্ন প্রান্ত থেকে রাজনৈতিক দল, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতাকর্মীদের তার মরদেহে শ্রদ্ধা জানাতে আসেন। সকাল সাড়ে ১০টা থেকে শুরু হয় স্মৃতিচারণ।
এ সময়ে জাতীয় সংসদের চীফ হুইপ আ স ম ফিরোজ এমপি, অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান এমপি, হুইপ শাহাব উদ্দিন এমপি, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, পংকজ নাথ এমপি, আব্দুল মজিদ খান এমপি, মুহিবুর রহমান মানিক এমপি, জাতিসংঘ বাংলাদেশ স্থায়ী মিশনের সাবেক রাষ্ট্রদূত ড. এ কে আব্দুল মোমেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য বদর উদ্দিন আহমদ কামরান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, ছাত্রলীগের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এনামুল কবির ইমন প্রমুখ উপস্থিত ছিলেন।
সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা ও মহানগর কমান্ড ইউনিট, সিলেট জেলা ও মহানগর বিএনপি, সিপিবি, সাম্যবাদি দল, আওয়ামী লীগের অঙ্গসহযোগি সংগঠন, বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন, প্রেসক্লাব, আইনজীবি সমিতিসহ বিভিন্ন উপজেলা থেকে আগত সর্বস্তরের লোকজন শ্রদ্ধা নিবেদন করেন।
পরে তার লাশবাহি মরদেহ নিয়ে সুনামগঞ্জের শাল্লা উপজেলার উদ্দেশ্যে রওয়ানা দেয়া হয় সেখানে বেলা ১টায় এবং বিকেল ৩টায় দিরাই উপজেলার নিজ গ্রামে সাধারণ মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য তার মরদেহ রাখা হবে। পরে দিরাইয়ে তার শেষকৃত্য সম্পন্ন হওয়ার কথা রয়েছে।
রোববার ভোররাতে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। শনিবার রাত ৮টার দিকে তাকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) নেয়া হয়। তার আগে শুক্রবার তাকে এ হাসপাতালে ভর্তি করা হয়।(বাসস)

সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন
0Shares

সর্বশেষ সংবাদ শিরোনাম

ফেসবুকে ফেঞ্চুগঞ্জ সমাচার