প্রচ্ছদ

ফেঞ্চুগঞ্জে জেগে উঠেছে কুটির শিল্প

০৭ ফেব্রুয়ারি ২০১৭, ১৪:৩৪

ফেঞ্চুগঞ্জ সমাচার

রুমেল আহমদ, ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি:  পুনরায় আশার আলো নিয়ে জেগে উঠছে ফেঞ্চুগঞ্জের কুটির শিল্প। বিপুল সম্ভাবনার ও কর্মসংস্হানের এ শিল্প হারিয়ে যেতে বসেছিল। গত কয়েক বছর থেকে আবার জমে উঠেছে ফেঞ্চুগঞ্জ কুটির শিল্প নামে খ্যাত মেডিকেল সড়ক।

ফেঞ্চুগঞ্জ উপজেলা কার্যালয়ের সামনের কুশিয়ারা নদীতে মুলি বাঁশের চাটাই সারি সারি বাধা। এ চাটাইয়ের উপরেই চলছে শ্রমিকদের থাকা খাওয়া সব।

অন্যদিকে রয়েছে সারিবদ্ধ বাঁশ চাটাইয়ের দোকান। দা-চাপাতি দিয়ে অবিরাম চলছে চাটাই কাজ। তৈরি করা হচ্ছে বেড়া, ছাদ ইত্যাদি।

দোকান মালিক কালাম জানান, এসব কুটির শিল্পের মুল উপকরণ মুলি বাঁশ নদীযোগে জুড়ী উপজেলা থেকে আসে। একেকটি বাঁশ ২৫/৩০ টাকা কেনা পড়ে। এরকম হাজার বাঁশের চাই কিনেন মহাজনরা। যা দিয়ে তৈরি হয় বাড়ির সাজসজ্জা, গেইট সহ বিভিন্ন ব্যবহার্য সামগ্রী।

তারা জানান, এ শিল্পকে বাঁচিয়ে রাখতে সরকারী সহায়তার বিকল্প নেই। আরেক মহাজন বলেন, লাখ টাকা পুঁজি দিয়ে মাসে বিশ হাজার টাকা আয় করা সম্ভব।এতে করে খুলে যাচ্ছে কর্মসংস্হানের দুয়ার।

সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন
0Shares

সর্বশেষ সংবাদ শিরোনাম

ফেসবুকে ফেঞ্চুগঞ্জ সমাচার