প্রচ্ছদ

স্পিকারের সাথে লেবার ফ্রেন্ডস অব বাংলাদেশ প্রতিনিধিদলের সাক্ষাৎ

১৪ ফেব্রুয়ারি ২০১৭, ০৯:৪৪

ফেঞ্চুগঞ্জ সমাচার

১৪ ফেব্রুয়ারি, ২০১৭  : বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ও সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপার্সন ড. শিরীন শারমিন চৌধুরীর সাথে যুক্তরাজ্য (ইউকে) লেবার ফ্রেন্ডস অব বাংলাদেশের ১০ সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধিদল সোমবার সংসদ ভবনে তার কার্যালয়ে সাক্ষাৎ করেন।
জোনাথন অ্যাসওয়ার্থ এমপির নেতৃত্বে অন্যান্যের মধ্যে ড. রুপা হক এমপি ও ড্যাম রোজি উইন্টরটন এমপি, এলএফবি’র নির্বাহী সদস্য ও ব্যবসায়ী প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে তারা দ্বি-পাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলাপ আলোচনা করেন। এসময়ে তারা দু’দেশের সংসদ, সংসদীয় প্রক্রিয়া,আইন প্রনয়ন পদ্ধতি, মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির কার্যক্রম, দেশের উন্নয়ন কর্মকান্ডে সংসদের ভূমিকা ইত্যাদি বিষয়ে আলোচনা করেন।
স্পিকার আগামী ১-৫ এপ্রিল বাংলাদেশে ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ)-এর ১৩৬তম এসেম্বলির বিষয়ে প্রতিনিধিদলকে অবহিত করেন। এ এসেম্বলিতে ১৯০টি পার্লামেন্টের স্পিকার, ডেপুটি স্পিকার, সংসদ সদস্যসহ প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করবেন বলে তিনি আশা প্রকাশ করেন। স্পিকার বাংলাদেশে অনুষ্ঠিতব্য এসেম্বলিতে যুক্তরাজ্যের প্রতিনিধিদলকে অংশগ্রহণের আমন্ত্রণ জানান।
স্পিকার বলেন, সিপিএ কার্যক্রমের আওতায় তরুণ প্রজন্মের কাছে সংসদীয় গণতন্ত্র ও সংসদীয় কার্যক্রমকে পরিচিত করার জন্য ইতোমধ্যে স্কুলের ছাত্রছাত্রীদের রোড শো’র মাধ্যমে সংসদ সদস্যদের সাথে মতবিনিময় করার সুযোগ করে দেয়া হয়েছে এবং শিক্ষার্থীরা পার্লামেন্ট ভবন ঘুরে দেখাসহ সংসদীয় কার্যক্রম সম্পর্র্কে অবহিত হওয়ার সুযোগ পেয়েছে।
প্রতিনিধিবৃন্দ বলেন, যুক্তরাজ্যের সাথে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক অত্যন্ত নিবিড়। তারা ভবিষ্যতে এ সম্পর্ক উত্তরোত্তর বৃদ্ধি পাবে বলে আশাবাদ ব্যক্ত করেন। ব্যবসায়ী প্রতিনিধিবৃন্দ বাংলাদেশ থেকে চা-সহ অন্যান্য পণ্য আমদানি আরো বৃদ্ধির আগ্রহ প্রকাশ করেন।(বাসস)

সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন
0Shares

সর্বশেষ সংবাদ শিরোনাম

ফেসবুকে ফেঞ্চুগঞ্জ সমাচার