হাজার হাজার মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে চিরনিদ্রায় শায়িত নিউইয়র্কে নিহত জাকির খাঁন
২৬ ফেব্রুয়ারি ২০১৭, ১৯:৪৪
হাজার হাজার মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে চিরনিদ্রায় শায়িত নিউইয়র্কে নিহত ফেঞ্চুগঞ্জ এর কৃতি সন্তান জাকির খাঁন। জানাযায় সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী সহ হাজার হাজার মানুষ জানাযায় অংশগ্রহন করে। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বসবাসরত বাংলাদেশি পার্কচেস্টার আবাসন ব্যবসায়ী জাকির খানের মরদেহ আজ রোববার সকাল ৮ টায় এ্যামিরেট্স এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকায় এসে পৌঁছেছে।
হযরত শাহজালাল (রঃ) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এ বিষয়টি নিশ্চিত করে জাকির এ খানের বড় ভাই জুবের খান জানান, বিমানবন্দরের সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন করে সকাল ৯ টা ৫০ মিনিটে তার মরদেহ বহনকারী এ্যাম্বুলেন্স সিলেটের ফেঞ্চুগঞ্জের উদ্দেশ্যে রওয়ানা হয়েছে।
তিনি জানান, জাকির খানের দ্বিতীয় জানাজার নামাজ আজ বিকাল সোয়া ৫ টায় সিলেটের ফেঞ্চুগঞ্জে জাকির খানের প্রিয় বিদ্যাপীঠ কাসিম আলী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। পরে পাঠানবাড়ী পারিবারিক কবরস্থানে মা-বাবার পাশে তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়।
প্রসঙ্গতঃ ২৩ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বাংলাদেশি সময় সকাল সাড়ে ৬ টায় নিউইয়র্ক এর ব্রঙ্কস এ নিজ বাসভবনের সামনে বাড়ীর মালিক মিশরীয় বংশোদ্ভূত “তাহা মাহরান” এর উপুর্যুপুরী ছুরিকাঘাতে নির্মমভাবে খুন হন নিউইয়র্কের পার্কচেস্টার আবাসন ব্যবসায়ী ও বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব জাকির খান।
সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন