বঙ্গবন্ধুর ভাষণ বিকৃতি: ফেঞ্চুগঞ্জে ছাত্রদল নেতার বিরুদ্ধে জিডি
০৮ মার্চ ২০১৭, ২৩:১০
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেয়া ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ ব্যঙ্গ করে ফেসবুকে স্ট্যাটাস দেয়ার ঘটনায় ফেঞ্চুগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।
গত ৭ মার্চ রাতে ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জাবেদুর রহমান ডেনেস এ সাধারণ ডায়েরীটি (জিডি) দায়ের করেন। সাধারণ ডায়েরি নং (২৮৫)।সাধারণ ডায়েরীতে তিনি উল্লেখ করেন, আল সালেহী সাইমন নামের একটি ফেসবুক আইডি থেকে বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণের একটি অংশ নিয়ে ব্যঙ্গ করা হয়। সেখানে লেখা হয় “রক্ত যখন নিয়েছি রক্ত আরো নেব, এদেশের মানুষকে ধ্বংস করে ছাড়বো, ইনশাআল্লাহ, এই বাণী কার???’’
জাবেদুর রহমান ডেনেস জানান, বঙ্গবন্ধুর ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ জাতির অমূল্য সম্পদ। আর এ ধরনের ব্যাঙ্গ করা জাতির সাথে চরম দৃষ্টতা। জাতির রক্তে মিশে থাকা ঐ ভাষন এ যুগের শিক্ষিত কোনু ছাত্র নেতা বিকৃত করতে পারে তা অকল্পনীয়। আর এ ভাষণ বিকৃতির প্রতিবাদেই এ সাধারণ ডায়েরি করি।
তিনি জানান, আল সালেহী সাইমনের ফেসবুক অ্যাকাউন্টে দেয়া তথ্য অনুসারে আল সালেহী সাইমন ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক।
ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালেক বলেন, সাধারণ ডায়েরিটি নথিভুক্ত করা হয়েছে। এই আইডির পরিচালনাকারিকে খুঁজতে পুলিশ ইতোমধ্যেই মাঠে কাজ শুরু করেছে।
এদিকে বুধবার পৃথক পৃথক স্ট্যাটাসে অভিযুক্ত সাইমন আত্মপক্ষ সমর্থন করেছেন।আগের স্ট্যাটাসটিও তিনি মুঁছে নিয়েছেন।
নিজের ফেসবুকে সাইমন লিখেছেন- ‘‘রক্ত যখন দিয়েছি.. রক্ত আরো দেব। এদেশের… ইনশাআল্লাহ। বঙ্গবন্ধুর এ বানীটি অবশ্যই বাঙালী জাতির জন্য এক অনন্য দৃষ্টান্ত। ফেঞ্চুগঞ্জের একজন সাধারণ সচেতন নাগরিক হিসেবে, সকল জাতীয় নেতাদের প্রতি রয়েছে আমার চিরন্তন সম্মান। কোন মহান নেতাকে হেয় করার ইচ্ছা, মন মানসিকতা, যোগ্যতা বা দক্ষতা কোনটিই আমার নেই। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শহীদ জিয়াউর রহমান, এম. এ. জি ওসমানী সহ সকল নেতাদের প্রতি শ্রদ্ধা বোধ রেখেই আগামী দিনে পথ চলতে চাই।’’
সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন