জননেত্রী শেখ হাসিনা নির্বাচনী প্রতিশ্রুতি রক্ষা করতে বদ্ধপরিকর – মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি
১৮ মার্চ ২০১৭, ০৭:৫০
সিলেট-৩ আসনের এমপি, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী বলেছেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নির্বাচনী প্রতিশ্রুতি রক্ষা করতে বদ্ধপরিকর। এই লক্ষ্যকে সামনে রেখে দেশের প্রতিটি এলাকার অবহেলিত জনপদগুলোকে চিহ্নিত করে গ্রাম বিদ্যুতায়ন, রাস্তাঘাট, ব্রীজ, কালভার্ট নির্মাণ ও শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন সহ গ্রামীন জনপদের উন্নয়ন সাধন করা হচ্ছে। সিলেট-৩ নির্বাচনী এলাকার বিদ্যুত বঞ্চিত এলাকাগুলোকে শতভাগ বিদ্যুত পৌছে দিয়ে জনগণের আশা আকাঙ্খা পূরণ করা হচ্ছে। সরকারের এই উন্নয়ন যথাসময় বাস্তবায়নের জন্য আমি এই এলাকার জনপ্রতিনিধি হিসেবে নিরলসভাবে কাজ করে যাচ্ছি।
এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী গতকাল ১৭ মার্চ শুক্রবার বিকেলে বালাগঞ্জ উপজেলার পশ্চিম গৌরীপুর ইউনিয়নের শ্রীনাথপুর, আগলাপুর, আলমপুর গ্রামে গ্রাম বিদ্যুতায়ন প্রকল্পের উদ্বোধনকালে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আমির হোসেন নূরুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জুনেদ আহমদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার প্রদীপ সিংহ, পল্লী বিদ্যুত সমিতি সিলেট-১ এর জেনারেল ম্যানেজার মাহবুবুল আলম, ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের অস্থায়ী চেয়ারম্যান শহিদুর রহমান রুমান, বালাগঞ্জ থানার ওসি তরিকুল ইসলাম তালুকদার।
আতাশন শাহজালাল দারুল সুন্নাহ লতিফিয়া দাখিল মাদরাসা প্রাঙ্গণে আয়োজিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পশ্চিম গৌরীপুর ইউপি চেয়ারম্যান আমিরুল ইসলাম মধু, উপজেলা আওয়ামীলীগ নেতা নাসির উদ্দিন, পূর্ব গৌরীপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জালাল উদ্দিন, পশ্চিম গৌরীপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক মনোহর আলী মনু। উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা আব্দুল কাইয়ুম, শামীম আহমদ, মুক্তিযোদ্ধ আকরাম হোসেন, সিরাজুল ইসলাম চৌধুরী, আব্দুল আউয়াল কয়েস প্রমুখ।