আমার নির্বাচনী এলাকার জনগণের চাহিদা পূরণ করতে আমি প্রতিশ্রুতিবদ্ধ -মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি
১৯ মার্চ ২০১৭, ১০:৫৬
দক্ষিণ সুরমা প্রতিনিধি ঃ
সিলেট-৩ আসনের এমপি, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী বলেছেন, আমি আমার নির্বাচনী এলাকার জনগণের চাহিদা পূরণ করতে প্রতিশ্রুতিবদ্ধ। এই লক্ষ্যকে সামনে রেখে বর্তমান সরকারের সুযোগ সুবিধা জনগণের দুরগোড়ায় পৌছে দিতে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছি। আমার মূল লক্ষ্য জনগণের সেবা করা। তাই আমি জনগণের একজন খাদিম হিসেবেই উন্নয়নের কাজ করে যাচ্ছি। ইনশাল্লাহ এই এলাকার জনপ্রতিনিধি হিসেবে যতদিন থাকবো ততদিন জনগণের জীবনমান উন্নয়নে আমার প্রচেষ্টা অব্যাহত থাকবে।
এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী ১৮ মার্চ শনিবার বিকেলে দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজারে ৫২ লাখ টাকা ব্যয়ে নির্মিত নেগাল আশুগঞ্জ বাজার রাস্তা পাকাকরণ কাজ শেষে উদ্বোধন কালে ও ২৪ লাখ টাকা ব্যয়ে কন্দিয়ারচর গুদির খালের উপর ব্রীজ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে এবং তাঁর সম্মানে ৫ গ্রামবাসীর উদ্যোগে মোগলাবাজার নইমিয়া দারুল কুরআন মাদরাসা প্রাঙ্গণে আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
গণসংবর্ধনা পরিচালনা কমিটির আহ্বায়ক ইউপি সদস্য শমস উদ্দিনের সভাপতিত্বে, সেলিম আহমদ ও নন্দন চন্দ্র পালের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের অস্থায়ী চেয়ারম্যান শহিদুর রহমান রুমান, মোগলাবাজার থানার ওসি খায়রুল ফজল, সাবেক চেয়ারম্যান আলহাজ¦ চুনু মিয়া, অধ্যক্ষ আমিরুল আলম খান, বিশিষ্ট মুরব্বি সাইস্তা মিয়া, হাজী দুদু মিয়া, লুৎফুর রহমান, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শানর মিয়া, সা. সম্পাদক মহিউদ্দিন, মুক্তিযোদ্ধা আকরাম হোসেন, সেলিম আহমদ মেম্বার, আব্দুল আউয়াল কয়েস, সোহেল আহমদ কর্নেল, সুরঞ্জিত দাস, হারুনুর রশীদ, আব্দুল গফ্ফার, আব্দুল হাদী, শিক্ষানুরাগী মতিউর রহমান মতাহির, কন্দিয়ারচর গ্রামবাসীর পক্ষে বক্তব্য রাখেন মাসুক মিয়া, নেগাল গ্রামবাসীর পক্ষে বক্তব্য রাখেন মিলাদ আহমদ, গোপাল গ্রামবাসীর পক্ষে বক্তব্য রাখেন ফয়েজ আহমদ, রাঘবপুর গ্রামবাসীর পক্ষে বক্তব্য রাখেন সুয়েব আহমদ, হরগৌরী গ্রামবাসীর পক্ষে বক্তব্য রাখেন তোয়াহিদ আলী, বিশিষ্ট মুরব্বি গেদা মিয়া, আব্দুল গণি, মনছুর আলী, ফরিদ মিয়া, নিমার আলী, সোনাহর আলী, রেবতি রমন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরুন কান্তি তালুকদার, রেবতি রমন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক শাহ ফারুক, লিলাজ আহমদ, হীরা মিয়া, জাহিদ আলম খিজির, হেলাল আহমদ, ময়নুল হক, ফায়েদ আহমদ, জুম্মদ আহমদ, রুবেল আহমদ, বাবুল আহমদ প্রমুখ। এলাকাবাসীর পক্ষে মানপত্র পাঠ করেন জিল্লুর রহমান, নই মিয়া মাদরাসার পক্ষে মানপত্র পাঠ করেন আব্দুল জলিল। অনুষ্ঠানের শুরুতে কুরআন থেকে তেলাওয়াত করেন রুমেল আহমদ।