সরকারী সফরে লন্ডন যাচ্ছেন সিলেট-৩ আসনের এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী
২৪ মার্চ ২০১৭, ০৯:১৩
কমনওয়েলথ পার্লামেন্টারী এসোসিয়েশন (সিপিএ)’র ৫দিন ব্যাপী সম্মেলনে যোগ দিতে লন্ডন যাচ্ছেন সিলেট ৩ আসনের এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী।
তিনি কমনওয়েলথ পার্লামেন্টারী এসোসিয়েশন উদ্যোগে “ইন্টারন্যাশনাল পার্লামেন্টারী কনফারেন্স অন ন্যাশনাল সিকিউরিটি এন্ড সাইবার সিকিউরিটি ডে” সম্মেলনে বাংলাদেশের পক্ষে প্রতিনিধিত্ব করবেন।
এছাড়াও বিশ্বের সাতটি মহাদেশের প্রতিনিধিদের নিয়ে গঠিত এডভাইজারী কমিটিতে এশিয়া মহাদেশ থেকে নিয়োগপ্রাপ্ত এডভাইজার হিসেবে গুরুত্বপূর্ন বক্তৃতা দিবেন মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি ।
সম্মেলনে তিনি ছাড়াও অস্ট্রেলিয়া মহাদেশ থেকে দেশটির বিরোধী দলীয় ডেপুটি লিডার কেইট ডোস্ট এমএলসি, আমেরিকা মহাদেশ থেকে গানার শ্যাডো পাবলিক সিকিউরিটি মিনিস্টার ক্লেমেট রোহি এমপি, ক্যারাবিয়ান মহাদেশ থেকে জামাইকার সাবেক স্ট্রেট মিনিস্টার জুলিয়ান রবিনসন এমপি, পেসিফিক মহাদেশ থেকে নিউজিল্যান্ডের ফরেইন, ডিফেন্স এবং ট্রেড কমিটির ডেপুটি চেয়ারপার্সন ড. শানে রিতি এমপি, আফ্রিকার তানজানিয়ার ইনভেস্টমেন্ট এন্ড স্টেডিং অর্ডার কমিটির সদস্য জয়নব আতমান কাতিম্বা এমপি ও ইউরোপ মহাদেশের যুক্তরাজ্য প্রতিনিধি সম্মেলনে অংশ নেবেন।
উল্লেখ্য অস্ট্রেলিয়াসহ বিগত তিনটি সম্মেলনে এ সকল উপদেষ্ঠাদের উপস্থিতি এবং সার্বিক পারফর্মেন্স বিচারে মহাদেশগুলো নিয়ে গঠিত এডভাইজারী কমিটিতে তাদেরকে অর্ন্তভুক্ত করা হয়েছে। সম্মেলনে অংশ নিতে মাহমুদ উস সামাদ চৌধুরী এমপির নেতৃত্বে আরো দুজন এমপি বাংলাদেশের পক্ষে অংশ নিচেছন। তিনি আগামী ২৬ মার্চ রোববার লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করাবেন বলে জানা গেছে।