প্রচ্ছদ

ফেঞ্চুগঞ্জে টানা বৃষ্টিতে বোরো ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি

০১ এপ্রিল ২০১৭, ২৩:২১

ফেঞ্চুগঞ্জ সমাচার

সিলেটের ফেঞ্চুগঞ্জে টানা  বৃষ্টিপাতে হাকালুকি হাওরে পানিতে তলিয়ে গেছে কাঁচা-আধাপাকা কৃষকের সপ্নের সোনার বোরো ধান। ইতিমধ্যে পানিতে তলিয়ে গেছে হাওরের অর্ধেক ধান। কৃষকরা শতভাগ হারানোর শঙ্কায় কাঁচা ও আধাপাকা বোরো ধান কেটে গরুকে খাওয়াচ্ছেন। কৃষক সুত্রে জানা যায়, এই হাওরের প্রায় ১০০ হেক্টর কাঁচা-আধাপাকা বোরো ধান তলিয়ে গেছে। এদিকে চোখের সামনে সপ্নের সোনার ধান তলিয়ে যাওয়ায় কৃষকদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে হাওরের আকাশ বাতাস।
হাওরে গিয়ে ঘুরে দেখা যায় বন্যার করুণ দৃশ্য। বৃষ্টির পানিতে জমির ধান প্রায় তিন ফুট পানির নিচে তলিয়ে গেছে। হাওরের কিছু জমিনের অর্ধেক ধান দেখা গেলেও বেশিরভাগ জমিনের ধান ছিল বলে বোঝাই যাচ্ছে না। এতে এলাকার কৃষকেরা দিশেহারা হয়ে পড়েছেন। একাধিক কৃষকদের সঙ্গে কথা বললে তারা ভারাক্রান্ত কন্ঠে জানান, গত বছর চৈত্রের অকাল বন্যায় পানিতে তলিয়ে গিয়েছিল বোরো ধান। কৃষকদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছিল। এবছরও একিভাবে তলিয়ে গেলো বোরো ফসল, এখন আমাদের পরিবার-পরিজন নিয়ে চলা কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। কৃষকরা সরকারের দৃ‌ষ্টি আকর্ষন করে বলেন, কৃষক‌দের ফসল রক্ষা‌র্থে সরকারের দীর্ঘমেয়া‌দি প‌রিকল্পনা গ্রহন করলে হঠাৎ বন্যায় ফসল নষ্ট হবেনা।

সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন
0Shares

সর্বশেষ সংবাদ শিরোনাম

ফেসবুকে ফেঞ্চুগঞ্জ সমাচার