প্রচ্ছদ

লন্ডনে কমিউনিটি সেবায় বিশেষ অবদান : স্বীকৃতি অ্যাওয়ার্ড পেলেন হোসাইন

০৬ এপ্রিল ২০১৭, ২৩:৩৬

ফেঞ্চুগঞ্জ সমাচার

আর্ত সামাজিক উন্নয়নে লন্ডনে বসবাসরতদের নিয়ে গঠিত মোগলাবাজার ওয়েল ফেয়ার এন্ড এডুকেশন ট্রাষ্ট ইউকে’র সাংগঠনিক সম্পাদক, অনলাইন নিউজ পোর্টাল সুরমার ডাক ২৪ ডট কমের সম্পাদকমন্ডলীর প্রতিষ্টাতা সভাপতি, বিশিষ্ট তরুণ ব্যবসায়ী, সমাজসেবী ও শিক্ষানুরাগী মোঃ হোসাইন আহমদ কমিউনিটি সেবায় অবদানের জন্য লন্ডনে স্বীকৃতি স্বরূপ বিশেষ অ্যাওয়ার্ডে ভুষিত হয়েছেন।
৬ মে দুপুরে লন্ডন বারেন্ট কাউন্সিল এর মেয়র পারভেজ আহমদ এক অনাঢ়ম্বর অনুষ্টানের মাধ্যমে তাকে এ সম্মাননা প্রদান করেন।
এ সময় প্রবাসী কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন, লন্ডনের সুনামধন্য ও প্রতিষ্ঠিত তাজ একাউন্টেন্স এর ব্যবস্থাপনা পরিচালক আবুল হায়াত নুরুজ্জামান, বিশিষ্ট সমাজসেবী, শিক্ষুনুরাগী, রাজনীতিবীদ ও বিছিএর মেম্বার নাছির উদ্দিন, দক্ষিণ সুরমা সমাজ কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক সেলিম আহমদ,
জয়তুন ওয়েল ফেয়ার ট্রাষ্ট্রের সত্বাধিকারী হাজী আব্দুল মজিদ লাল মিয়া, মোগলাবাজার ওয়েল ফেয়ার এন্ড এডুকেশন ট্রাষ্ট্র ইউকের সভাপিত এম এ মতিন, সাবেক ছাত্র নেতা ও প্রতিষ্ঠিত ব্যবসায়ী মকসুদ আহমদ, বিশিষ্ট কলামিষ্ট ও সাংবাদিক সায়েদ চৌধুরী, ফেঞ্চুগঞ্জ সমাজ কল্যাণ সমিতির মহিলা বিষয়ক সম্পাদিকা রাহেলা বেগম প্রমূখ।
অ্যাওয়ার্ড তুলে দিয়ে মেয়র পারভেজ আহমদ বলেন, কমিউনিটির উন্নয়নে জন্য কাজ করছেন-এমন একজন গুণী ব্যক্তির হাতে অ্যাওয়ার্ড তুলে দিতে পেরে আনন্দিত। হোসাইনের মতো ব্যক্তিরাই কমিউনিটিতে লুকিয়ে থাকা হিরো। তাঁদেরকে সম্মাননা জানানোর মধ্য দিয়ে কমিউনিটি সেবায় উজ্জীবিত করতে হবে।
আমি আশাকরি এই অ্যাওয়ার্ড তাঁকে কর্মক্ষেত্রে আরো উদ্যমী করে তুলবে এবং অনেকদূর এগিয়ে যেতে অনুপ্রেরণা যোগাবে। তিনি বলেন,যোগ্য ব্যক্তিকে অ্যাওয়ার্ডে ভুষিত করে তাঁর কর্মের জন্য মূল্যায়িত হওয়ায় আমি খুশি। কমিউনিটির অধিকার রক্ষার যেকোনো আন্দোলন-সংগ্রামে হোসাইনকে আরো অগ্রণী ভূমিকা পালন করতে হবে। তাই হোসাইনের সু-স্বাস্থ্য ও উত্তোরোত্তর সাফল্য কামনা করছি।
অ্যাওয়ার্ড পেয়ে হোসাইন আহমদ তাঁর প্রতিক্রিয়ায় বলেন, আমি সম্মানীত হয়ে গর্ববোধ মনে করছি। এ সম্মান আমার মোগলাবাজার তথা দক্ষিণ সুরমা ও সিলেটবাসীর। তাই আমি সবার কাছে কৃতজ্ঞ। দোয়া করবেন আমি যেন কমিউনিটির কল্যানে সব সময় পাশে থাকতে পারি। আর এই অ্যাওয়ার্ড আমাকে পেশাক্ষেত্রে এগিয়ে যাওয়ার প্রেরণা যোগাবে। সমাজসেবায় অনুপ্রেরণা যোগাবে।

সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন
0Shares

সর্বশেষ সংবাদ শিরোনাম

ফেসবুকে ফেঞ্চুগঞ্জ সমাচার