বীর মুক্তিযোদ্ধা মরহুম সাইফুর রাজ্জাকের নামে রাস্তার নামকরণে ফলক উন্মোচন করলেন-মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি
১৬ এপ্রিল ২০১৭, ১৩:১২
সিলেট-৩ আসনের এমপি, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী বলেছেন, বীর মুক্তিযোদ্ধাদের অবদান জাতি সবসময় স্মরণ করে। বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের স্মৃতি রক্ষার জন্য ফেঞ্চুগঞ্জে ইতিপূর্বে প্রায় ৮টি রাস্তা ও ব্রীজের নামকরণ করা হয়েছে। পর্যায়ক্রমে মরহুম বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের নামে আরো রাস্তা ও ব্রীজের নামকরণ করা হবে। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আন্তরিকতার কারণে দেশ দিন দিন উন্নীতির দিকে এগিয়ে যাচ্ছে। সরকারের এই উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে সকলকে এক যোগে কাজ করার আহবান জানান। তিনি হাকালুকি হাওরের বোরো ফসল রক্ষায় বাঁধ নির্মাণের আশ্বাস প্রদান করেন।
মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি ১৫ এপ্রিল শনিবার ফেঞ্চুগঞ্জ উপজেলার বিয়ালীবাজার – ঘিলাছড়ার জিরো পয়েন্ট পর্যন্ত ১ কোটি ২৭ লক্ষ টাকা ব্যয়ে রাস্তার পুনঃনির্মাণ কাজ শেষে বীর মুক্তিযোদ্ধা মরহুম সাইফুর রাজ্জাক-এর নামে নামকরণ উপলক্ষে স্থানীয় ঘাটেরবাজারে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
ঘিলাছড়া ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি জুনাব আলীর সভাপতিত্বে ও উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি বিজন দেবনাথের পরিচালনায় জনসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি শওকত আিলী, উপজেলা পরিষদের অস্থায়ী চেয়ারম্যান শহিদুর রহমান রুমান, ফেঞ্চুগঞ্জ থানার ওসি আব্দুস ছালেক, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক মহিব উদ্দিন বাদল, জাহিদ ইকবাল সুনাম, মরহুম বীর মুক্তিযোদ্ধা সাইফুর রাজ্জাক চৌধুরীর পরিবারের পক্ষে বক্তব্য রাখেন তার ভাই, আরটিভি সিলেটের ব্যুরো প্রধান কামকামুর রাজ্জাক রুনু, ইউনিয়ন আওয়ামলীগের কমর উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক মিসবাহ আহমদ চৌধুরী, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আকরাম হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল কয়েছ, উপজেলা আওয়ামীলীগ নেতা মাহফুজুর রহমান জাহাঙ্গীর, শহিদুর রহমান টিপু সুলতান, শামসুদ্দিন আহমদ, আব্দুল মালিক শায়েস্তা, যুবলীগ নেতা আব্দুল মছব্বির, সুহেল আহমদ, মতিকুর রহমান মতিক, দেলওয়ার হোসেন, মিনহাজ উদ্দিন, নগেন্দ্র বিশ্বাস, আশরাফুল হাসান, দিলারুল আলম নিমু, জিল্লুর রহমান, আফিকুল হক রিমন, জগলু মিয়া, সাদ্দাম হোসেন, মিনহাজ মিয়া, ইমন আহমদ, রূপক আহমদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি জুনেদ আহমদ, ছাত্রলীগ নেতা আরিফ আহমদ, মুহিব, আতিকুর রহমান প্রমুখ।
এর আগে বিয়ালীবাজারে রাস্তা নামফলক উন্মোচন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) আনিসুর রহমান, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল করিব।
সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন