দক্ষিণ সুরমা উপজেলার সাবেক নির্বাহী অফিসার সাবেরা এখন উপ-সচিব
২৫ এপ্রিল ২০১৭, ১৩:০৪
সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার সাবেক নির্বহী অফিসার বেগম সাবেরা আক্তার উপ-সচিব পদে পদোন্নতি পেয়েছেন। রবিবার প্রশাসনের ২৬৭ কর্মকর্তাকে উপসচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার। এদের মধ্যে রয়েছেন আলোচিত সেই সাবেরা আক্তারও।
কুমিল্লার মেয়ে সাবেরা ২০১১ সালের ৭ সেপ্টম্বরে দক্ষিণ সুরাম উপজেলা নির্বাহী অফিসার পদে যোগদান করেছিলেন। ২০১৩ সালের ১৬ সেপ্টম্বর পর্যন্ত ওই উপজেলার নির্বাহী অফিসার পদে কর্মরত ছিলেন। তবে দায়িত্ব শেষ হওয়ার একদিন আগে (১৫ সেপ্টম্বর) সাবেরা মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় আহত হয়েছিলেন। তখন তাকে সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার শারীকি অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার প্রেরণ করা হয়। এ সময় তিনি আলোচনায় আসেন।
পরবর্তীতে ২০১৫ সালের মার্চ মাসে তিনি ফের সিলেটে আসেন। তখন তিনি সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে যোগদান করেছিলেন। সেখান থেকে পরবর্তীতে তাকে সুনামগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) পদে বদলি করা হয়। বর্তমানেও তিনি সেখানে রয়েছেন।
প্রসঙ্গত, রবিবার প্রশাসনের ২৬৭ কর্মকর্তাকে উপসচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার। এদের মধ্যে রয়েছেন সিলেট জেলার দুই জন, সুনামগঞ্জ থেকে একজন, হবিগঞ্জ থেকে দুই জন কর্মকর্তাকে পদোন্নতি দেয়া হয়েছে।
সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন