প্রচ্ছদ

সিলেটের আঞ্চলিক মহাসড়ক সম্প্রসারণ ও উন্নয়ন প্রকল্পসহ একনেকে ৫ প্রকল্পের অনুমোদন

০৩ মে ২০১৭, ১৫:২৩

ফেঞ্চুগঞ্জ সমাচার

সিলেট অঞ্চলের গুরুত্বপূর্ণ আঞ্চলিক মহাসড়ক সম্প্রসারণ ও উন্নয়ন প্রকল্পসহ একনেক ১০ হাজার ৫৫১ কোটি টাকা ব্যয়সম্বলিত ৫টি প্রকল্প অনুমোদন করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। মঙ্গলবার এনইসি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে একনেক সভায় এ অনুমোদন দেয়া হয়।

সভায় ১৭ লাখ পরিবারের জন্য গৃহনির্মাণ এবং ৪০ হাজার ভূমিহীন পরিবারকে পুনর্বাসনে অতিরিক্ত ৩ হাজার ৬৭১ কোটি টাকা ব্যয়সহ আশ্রায়ন-২ প্রকল্পের সংশোধনী অনুমোদনও দেওয়া হয়।

বৈঠক শেষে পরিকল্পনা মন্ত্রী আ হ ম মোস্তফা কামাল সাংবাদিকদের জানান, আশ্রায়ন-২ প্রকল্পের সংশোধনীসহ একনেক ১০ হাজার ৫৫১ কোটি টাকা ব্যয়সম্বলিত ৫টি প্রকল্প অনুমোদন করেছে। পুরো ব্যয়ের অর্থ আসবে রাষ্ট্রীয় কোষাগার থেকে।

তিনি বলেন, আশ্রায়ন-২ প্রকল্পের (সংশোধন) অধীনে সরকার ১৭ লাখ পরিবারকে তাদের নিজস্ব জমিতে ঘর নির্মাণ করে দেবে এবং ৪০ হাজার ভূমিহীন পরিবারকে ব্যারাকে পুনর্বাসন করবে। এতে মোট ব্যয় হবে ৪ হাজার ৮৪০ কোটি টাকা।

অন্য চারটি প্রকল্প হচ্ছে- গুরুত্বপূর্ণ আঞ্চলিক মহাসড়ক সম্প্রসারণ ও উন্নয়ন (সিলেট অঞ্চল), নরসিংদী জেলার মনোহরদী উপজেলায় হাতেমদি থেকে সাগরদি পর্যন্ত সংযোগ সড়ক নির্মাণ, বাগেরহাটের চিতলমারীতে পাটগাতি মহাসড়কের সম্প্রসারণ এবং প্রযুক্তির সহায়তায় নারীর ক্ষমতায়ন।

সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন
0Shares

সর্বশেষ সংবাদ শিরোনাম

ফেসবুকে ফেঞ্চুগঞ্জ সমাচার