প্রচ্ছদ

সরকার জনগণের মৌলিক চাহিদা পূরণ করতে সক্ষম হয়েছে -মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি

০৬ মে ২০১৭, ১৬:৫৯

ফেঞ্চুগঞ্জ সমাচার

সিলেট-৩ আসনের এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী বলেছেন, বর্তমান সরকার জনবান্ধব সরকার। পরিকল্পিত উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যশা পূরণ করতে সক্ষম হয়েছে। বর্তমানে দেশ দিন দিন উন্নীতির দিকে এগিয়ে যাচ্ছে। মানুষের মৌলিক চাহিদা পূরণের পাশাপাশি মাতৃ ও শিশু মৃত্যুর হার কমেছে। দেশের রেমিটেন্স বৃদ্ধি পেয়েছে। শীঘ্রই দেশ মধ্য আয়ের দেশে পরিণত হবে। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দক্ষ দেশ পরিচালনার কারণে বহির্বিশ্বের সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে। সিলেট-৩ নির্বাচনী এলাকায় আওয়ামীলীগ সরকার ব্যতীত অতীতে অন্য কোন সরকার এ পরিমাণ উন্নতি করতে পারেনি।
এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী ৫ মে শুক্রবার বিকেলে ফেঞ্চুগঞ্জ উপজেলার উত্তর কুশিয়ারা ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে স্থানীয় কটালপুর সেনেরবাজারে সরকারের উন্নয়ন বিষয়ক এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলে। ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নূরুল ইসলাম পংকীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল কয়েছেরে যৌথ পরিচালনায় জনসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি শওকত আলী, যুগ্ম সম্পাদক মুহিব উদ্দিন বাদল, আব্দুর রউফ, সাংগঠনিক সম্পাদক মামুন আহমদ নেওয়াজ, উপজেলা পরিষদের অস্থায়ী চেয়ারম্যান শহীদুর রহমান রোমন, মাইজগাঁও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাজী মঈন উদ্দিন, পূর্বগৌরীপুর ইউপি চেয়ারম্যান হিমাংশু রঞ্জন দাস, পশ্চিম গৌরীপুর ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম মধু, প্রবাসী আওয়ামীলীগ নেতা শাহজাহান শাহ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামীলীগ নেতা মাহফুজুর রহমান জাহাঙ্গীর, উপজেলা ছাত্রলীগের সাবেক আহয়বাক মাশার আহমদ শাহ, দক্ষিণ সুরমা যুবলীগের যুগ্ম আহবায়ক সুহেল আহমদ কর্নেল, ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি জুনেদ আহমদ, আওয়ামীলীগ নেতা জয়নাল আবেদীন, নাসির উদ্দিন রিজু, শামসুল ইসলাম হেলন, নাসির উদ্দিন, নাজিম উদ্দিন, শাহজাহান আহমদ, খালেদ আহমদ, শেকুল ইসলাম, জুনেল আহমদ, বাবুল দাস, মসন আলী, আছবর আলী, রুহুল আমীন, রায়হান আহমদ, মিনহাজ আহমদ, ইজ্জাদ আলী, রুকন আহমদ। জনসভায় উপস্থিত ছিলেন আওয়ামলীগ নেতা সিরাজুল ইসলাম চৌধুরী, জুবেদ আহমদ চৌধুরী শিপু, সেলিম আহমদ মেম্বার, জয়নাল আবেদীন, আব্দুল আহাদ, ঘিলাছড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিসবাহ হোসেন চৌধুরী, পশ্চিম গৌরীপুর ইউনিয়ন আওয়ামলীগের সভাপতি আমিরুল ইসলাম নুরু, পূর্ব গৌরীপুর ইউনিয়ন আওয়ামলীগের সভাপতি জালাল উদ্দিন, মাইজগাঁও গৌরীপুর ইউনিয়ন আওয়ামলীগের সাধারণ সম্পাদক আব্দুল মালিক সাইস্তা, উপজেলা শ্রমিকলীগের সভাপতি আতাউর রহমান রুনু, উপজেলা কৃষক লীগের সভাপতি খলিলুর রহমান লা, সাধারণ সম্পাদক হাজী আবু মিয়া, দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রলীগের সভাপতি ছদরুল ইসলাম, সাবেক সভাপতি নন্দন পাল প্রমুখ।

সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন
39Shares

সর্বশেষ সংবাদ শিরোনাম

ফেসবুকে ফেঞ্চুগঞ্জ সমাচার