ফেঞ্চুগঞ্জে তিন নেতা আওয়ামীলীগ নেতার শোক সভায় মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি
১৭ মে ২০১৭, ০৮:২৩
সিলেট-৩ আসনের এমপি, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, মাহমুদ উস সামাদ চৌধুরী বলেছেন, সমাজে বহুগুণে গুণান্বিত ব্যক্তিরা মৃত্যুর পর মানুষের হৃদয়ে স্থান করে নেন। বঙ্গবন্ধুর সৈনিকরা মৃত্যুর পূর্ব পর্যন্ত সমাজের মানুষের কল্যাণে কাজ করে থাকেন। ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামীলীগের এই তিন নেতা আওয়ামীলীগ রাজনীতি করার সুবাদে সমাজের অবহেলিত, নির্যাতিত মানুষের সেবায় নিয়োজিত ছিলেন। মৃত্যুর পরও তাদের এই অবদান মানুষের মানসপটে স্থান করে নিয়েছে। তারা ছিলেন আওয়ামীলীগের নিবেদিত প্রাণ। মরহুম তোতা মিয়া, মবরুর খান ও নাজিম উদ্দিনের মতো আদর্শবান রাজনীতিক ব্যক্তিত্ব গড়েত উঠতে পারলে দেশ ও সমাজ উপকৃত হবে।
এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী ১৬ মে মঙ্গলবার বিকেলে ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের উদ্যোগে ফেঞ্চুগঞ্জ বাজারস্থ ডাকবাংলা প্রাঙ্গণে উপজেলা আওয়ামীলীগের উপদেষ্টমন্ডলীর সদস্য উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ইউপি মেম্বার মরহুম হাজী তোতা মিয়া, উপদেষ্টা মন্ডলীর সদস্য নাজিম উদ্দিন ও ফেঞ্চুগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মবরুর রহমান খানের স্মরণে আয়োজিত শোক সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
উপজেলা আওয়ামীলীগের সভাপতি শওকত আলীর সভাপতিত্বে ও উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক মাসার আহমদ শাহ’র পরিচালনায় শোক সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ফয়জুল ইসলাম মানিক, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মহিব উদ্দিন বাদল, শাহজালাল সারকারখানা সিবিএ সভাপতি ছালেহ আহমদ, উপজেলা শ্রমিক লীগের সভাপতি আলতাউর রহমান রুনু, ঘিলাছড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি কমর উদ্দিন চৌধুরী, উপজেলা পরিষদের অস্থায়ী চেয়ারম্যান শহিদুর রহমান রুমান, মহিলা ভাইস চেয়ারম্যান জাহানারা বেগম শ্যামা, ফেঞ্চুগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিরুল ইসলাম মুরাদ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বিজন দেবনাথ, সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল কয়েস, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আকরাম হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল হাই খসরু, উপজেলা আওয়ামীলীগ নেতা মাহফুজুর রহমান জাহাঙ্গীর, পূর্ব গৌরীপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জালাল উদ্দিন, পূর্ব গৌরীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিমাংশু রঞ্জন দাস, ফেঞ্চুগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত আহ্বায়ক লোকমান মিয়া লছমান, মাইজগাঁও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল মালিক সাইস্তা, উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, উত্তর কুশিয়ারা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম, আওয়ামীলীগ নেতা সমছ উদ্দিন আহমদ, উপজেলা যুবলীগ নেতা তৈয়বুর রহমান শাহিন, যুক্তরাষ্ট্র আওয়ামীলীগ নেতা শাহজাহান শাহ, আওয়ামীলীগ নেতা শহিদুল ইসলাম টিপু সুলতান, যুবলীগ নেতা পারভেজ আহমদ, জিল্লুর রহমান, আফিকুল হক রিমন, ছাত্রলীগ নেতা আব্দুল হামিদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি জুনেদ আহমদ, শোক প্রস্তাব পাঠ করেন নান্টু বাবু, ফয়ছল আহমদ, রাফুল আহমদ, আশরাফুল হক এমাদ, আব্দুল মোমিন। সভায় উপস্থিত ছিলেন দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক রাজ্জাক হোসেন, আওয়ামীলীগ নেতা হাজী চুনু মিয়া, হাজী দুদু মিয়া, সেলিম আহমদ মেম্বার, ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আব্দুর রউফ, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মিফতা, জুবেদ আহমদ চৌধুরী শিপু, আব্দুল বাছিত টিটু, সিরাজুল ইসলাম চৌধুরী, মাইজগাঁও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মইন উদ্দিন আহমদ, ঘিলাছড়া ইউনিয়ন আওয়ামীলীগের সা. সম্পাদক মিসবাহ আহমদ চৌধুরী, উপজেলা কৃষকলীগের সা. সম্পাদক আবু মিয়া, মির সাখাওয়াত হোসেন তরু, আব্দুস শুকুর, এডভোকেট কামরুল ইসলাম, আব্দুল বারেক, আতিকুর রহমান সুজন, প্রবাসী এমরান শিকদার, বিএম ফয়ছল, বাবলু আহমদ, ছাত্রলীগ নেতা মাহবুবুল ইসলাম মিসলু, আরিফ আহমদ, নন্দন পাল, দুলাল হোসেন প্রমুখ। এর আগে এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গণে মাসব্যাপী ভ্রাম্যমান কম্পিউটার ট্রেনিং কর্মসূচীর উদ্বোধন করেন। পরে কৃষকদের মধ্যে ধান কাটার জন্য কম্বাইন হারভেস্টার মেশিন বিতরণ করেন।
সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন