প্রচ্ছদ

সিলেটে অনলাইন ভ্যাট রেজিস্ট্রেশন মেলা উদ্বোধন করলেন -মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি

১৮ মে ২০১৭, ০১:৪৬

ফেঞ্চুগঞ্জ সমাচার

সিলেটে অনলাইনে ভ্যাট রেজিস্ট্রেশন মেলার উদ্বোধন করা হয়েছে। কাস্টমস্ এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট সিলেট আয়োজনে ১৭ মে বুধবার সকালে নগরীর মেন্দিবাগে এ মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী।
কাস্টমস্ এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট সিলেট কমিশনার মোঃ শফিকুল ইসলামের সভাপতিত্বে  ও রাজস্ব কর্মকর্তা আশীষ রায়ের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেটের বিভাগীয় কমিশনার ড. মোছাঃ নাজমানারা খানুম, সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া, সিলেটের কর কমিশনার সৈয়দ মো: আবু দাউদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিলেট মেট্রোপলিটন চেম্বারের সিনিয়র সহ-সভাপতি হাসিন আহমদ, উইমেন্স চেম্বারের সভানেত্রী স্বর্ণলতা রায় চৌধুরী প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী বলেন, দেশের উন্নয়নে ধারা অব্যাহত রাখতে ভ্যাট ট্যাক্স পরিশোধ করা প্রতিটি নাগরিকের নৈতিক দায়িত্ব। বর্তমান সরকার ভ্যাট ট্যাক্স পরিশোধ করার জন্য সহজ উপায় হিসেবে অনলাইন ব্যবস্থা চালু করেন। সরকারের এই সুযোগ গ্রহণের জন্য তিনি ব্যবসায়ী সহ সকল নাগরিকের প্রতি আহ্বান জানান। তিনি ব্যবসায়ীদের উদ্দেশ্য করে বলেন, এখন থেকে আপনাদের নিজ নিজ ছেলেমেয়েদেরকে ভ্যাট ট্যাক্স প্রদানে উৎসাহিত করে গড়ে তুলুন। ব্যবসা মানব জীবনের একটি হালাল অবলম্বন। একটাকে সব সময় হালাল রাখার অভ্যাস গড়ে তুলুন।
জানা যায়, ৩০ জুনের মধ্যে অনলাইনে ভ্যাট রেজিষ্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করতে ইতোমধ্যে বিভিন্ন  পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এর অংশ হিসাবে ভ্যাট রেজিস্ট্রেশন মেলার আয়োজন করা হয়েছে। এ মেলা আগামী ৩০ মে পর্যন্ত চলবে। এছাড়া, ভ্রাম্যমাণ ভ্যাট তথ্য কেন্দ্রের কার্যক্রমও গতকাল বুধবার থেকে শুরু হয়েছে। এটি সিলেট বিভাগের সবকটি জেলায় চলবে। তাছাড়া, আগামী ২৩ মে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এ বিষয়ে এক সেমিনারের আয়োজন করা হয়েছে বলেও জানা যায়।

সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন
0Shares

সর্বশেষ সংবাদ শিরোনাম

ফেসবুকে ফেঞ্চুগঞ্জ সমাচার