প্রচ্ছদ

জেলা পরিষদ নির্বাচনে ৩নং ওয়ার্ডের নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষনা আব্দুল্লাহ আল মামুন

২২ মে ২০১৭, ২২:২৭

ফেঞ্চুগঞ্জ সমাচার

নির্বাচনের কয়েক ঘন্টা পূর্বে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন সিলেট জেলা পরিষদের ৩নং ওয়ার্ডের সদস্য পদপ্রার্থী আব্দুল্লাহ আল মামুন। ২২শে মে রোজ সোমবার রাত ৯টা ৩০মিনিটের সময় ১নং ফেঞ্চুগঞ্জ ইউনিয়ন পরিষদের কার্যালয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন তিনি।

লিখিত বক্তব্যে আব্দুল্লাহ আল মামুন বলেন, ফেঞ্চুগঞ্জ উপজেলার গণ মানুষের বৃহত্তর স্বার্থে রাজনীতিবিদ, জনপ্রতিনিধি, ব্যবসায়ী, সুশীল সমাজ সহ এলাকার গণমান্য ব্যক্তিবর্গের অনুরোধের প্রেক্ষিতে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর কথা লিখিত বক্তব্যে বলেন।এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব সাইফুল্লাহ আল হোসাইন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি শওকত আলী, ইউ/পি চেয়ারম্যান জাহিরুল ইসলাম মুরাদ,নুরুল ইসলাম বাছিত,আশরাফ চৌধুরী বাবুল, আওয়ামীলীগ নেতা হাজী লেইছ চৌধুরী প্রমুখ।

উল্লেখ্য, ২৩শে মে রোজ মঙ্গলবার সিলেট জেলা পরিষদের ৩নং ওয়ার্ডের নির্বাচন অনুষ্ঠিত হবে।ফেঞ্চুগঞ্জ উপজেলার ৩টি ইউনিয়ন ও দক্ষিণ সুরমা উপজেলার ২টি ইউনিয়ন নিয়ে গঠিত জেলা পরিষদের ৩নং ওয়ার্ড।

সর্বশেষ সংবাদ শিরোনাম

ফেসবুকে ফেঞ্চুগঞ্জ সমাচার