একাদশ সংসদ নির্বাচনে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহবান প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টার
২৩ মে ২০১৭, ১০:৪০
২৩ মে, ২০১৭ (বাসস) : প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে গণমাধ্যমকে সঠিক ও দায়িত্বশীল ভূমিকা পালন করার আহবান জানিয়েছেন।
তিনি বলেন, ২০০১ সালের নির্বাচনে গণমাধ্যম অবাধ স্বাধীনতার নামে মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তির পক্ষে কাজ করেছিল বলেই মৌলবাদ ও জঙ্গিবাদের উত্থান ঘটেছিল। একাদশ সংসদ নির্বাচনে যদি গণমাধ্যম দায়িত্বশীল না হয় তবে আবার স্বাধীনতা বিরোধী মৌলবাদ শক্তি ক্ষমতায় আসীন হয়ে যেতে পারে বলে তিনি উল্লেখ করেন। গতকাল বিকেলে জাতীয় প্রেসক্লাবে একাদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণমাধ্যমের ভূমিকা শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
সাপ্তাহিক মন্তান্তর পত্রিকার ১৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন পত্রিকার সম্পাদক মো.আনিছুর রহমান। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক কোষাধ্যক্ষ মো. আতাউর রহমান।
মূল প্রবন্ধের উপর আলোচনায় অংশ নেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কামরুল হাসান খান, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন,বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফউইজে)’র মহাসচিব ওমর ফারুক, এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান হারুন উর রশিদ এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাবান মাহমুদ।
ইকবাল সোবহান চৌধুরী আরো বলেন, বর্তমান সরকার সাংবাদিকদের কল্যাণে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন। গণ মাধ্যমের বিকাশের ফলে বহু লোকের আজ কর্মসংস্থান হয়েছে।
জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন বলেন, সরকার গণমাধ্যম বিকাশে যে সব উদ্যোগ গ্রহণ করেছে তা দেশ-বিদেশে বেশ প্রশংসিত হচ্ছে। আগামী নির্বাচনে গণমাধ্যমকে অবশ্যই সঠিক ভূমিকা পালন করতে হবে।
বিএফউইজে’র মহাসচিব ওমর ফারুক বলেন,বর্তমানে দেশের গণমাধ্যম সম্পূর্ণ স্বাধীনতা ভোগ করছে। তিনি অবিলম্বে নবম ওয়েজ বোর্ড ঘোষণার দাবি জানান।
বাসস/নিজস্ব/ এমএআর/২১৩৫/এবিএইচবাসস দেশ-৩৭
তথ্য উপদেষ্টা- আলোচনা
একাদশ সংসদ নির্বাচনে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহবান প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টার
ঢাকা, ২২ মে, ২০১৭ (বাসস) : প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে গণমাধ্যমকে সঠিক ও দায়িত্বশীল ভূমিকা পালন করার আহবান জানিয়েছেন।
তিনি বলেন, ২০০১ সালের নির্বাচনে গণমাধ্যম অবাধ স্বাধীনতার নামে মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তির পক্ষে কাজ করেছিল বলেই মৌলবাদ ও জঙ্গিবাদের উত্থান ঘটেছিল। একাদশ সংসদ নির্বাচনে যদি গণমাধ্যম দায়িত্বশীল না হয় তবে আবার স্বাধীনতা বিরোধী মৌলবাদ শক্তি ক্ষমতায় আসীন হয়ে যেতে পারে বলে তিনি উল্লেখ করেন।
আজ বিকেলে জাতীয় প্রেসক্লাবে একাদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণমাধ্যমের ভূমিকা শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
সাপ্তাহিক মন্তান্তর পত্রিকার ১৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন পত্রিকার সম্পাদক মো.আনিছুর রহমান। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক কোষাধ্যক্ষ মো. আতাউর রহমান।
মূল প্রবন্ধের উপর আলোচনায় অংশ নেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কামরুল হাসান খান, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন,বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফউইজে)’র মহাসচিব ওমর ফারুক, এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান হারুন উর রশিদ এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাবান মাহমুদ।
ইকবাল সোবহান চৌধুরী আরো বলেন, বর্তমান সরকার সাংবাদিকদের কল্যাণে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন। গণ মাধ্যমের বিকাশের ফলে বহু লোকের আজ কর্মসংস্থান হয়েছে।
জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন বলেন, সরকার গণমাধ্যম বিকাশে যে সব উদ্যোগ গ্রহণ করেছে তা দেশ-বিদেশে বেশ প্রশংসিত হচ্ছে। আগামী নির্বাচনে গণমাধ্যমকে অবশ্যই সঠিক ভূমিকা পালন করতে হবে।
বিএফউইজে’র মহাসচিব ওমর ফারুক বলেন,বর্তমানে দেশের গণমাধ্যম সম্পূর্ণ স্বাধীনতা ভোগ করছে। তিনি অবিলম্বে নবম ওয়েজ বোর্ড ঘোষণার দাবি জানান।