প্রচ্ছদ

সিলাম ও জালালপুরে বিদ্যুত সংযোগের উদ্বোধন করলেন -মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি

২৪ মে ২০১৭, ২২:২৭

ফেঞ্চুগঞ্জ সমাচার

দক্ষিণ সুরমা প্রতিনিধি :সিলেট-৩ আসনের এমপি, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, মাহমুদ উস সামাদ চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ এই লক্ষ্যকে সামনে রেখে বিদ্যুত বঞ্চিত এলাকাগুলোকে বিদ্যুতায়ন করা হচ্ছে। কিছু দিনের মধ্যে দক্ষিণ সুরমা-ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ একাংশে বিদ্যুত বঞ্চিত প্রতিটি গ্রামে পল্লী বিদ্যুতের মাধ্যমে শতভাগ বিদ্যুত সংযোগ চিশ্চিত করা হবে। একটি গ্রামও বিদ্যুত বঞ্চিত থাকবে না। ইতিপূর্বে বেশ কয়েকটি গ্রাম শতভাগ বিদ্যুৎ সংযোগ প্রদান করা হয়েছে। অন্যান্য গ্রামগুলো শীঘ্রই বিদ্যুত সংযোগ প্রদান করা হবে। শুধু তাই নয়, গত ৮ বছর ধরে বিদ্যুত বঞ্চিত বাড়িঘরে সৌর বিদ্যুতের মাধ্যমে আলোকিত করা হয়েছে। আগামীতে বিভিন্ন হাটবাজারে সৌর বিদ্যুতের মাধ্যমে লাইট পোস্ট স্থাপন করা হবে। বিদ্যুত চলে গেলেও হাটবাজারগুলো অন্ধকারে নিমজ্জিত হবে না। ফলে অপরাধারীরাও কোন অপরাধ সংঘটিত করতে সাহস পাবে না।
এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী ২৪ মে বুধবার দুপুরে দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ইউনিয়ন পরিষদ কার্যালয়ে সিলাম ও জালালপুর ইউনিয়নের ৮টি গ্রামে পল্লী বিদ্যুত সমিতি সিলেট-১ এর আওতায় সুইচ টিপে বিদ্যুত সংযোগের উদ্বোধন কালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
সিলাম ইউপি চেয়ারম্যান ইকরাম হোসেন বখতের সভাপতিত্বে, সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মুজিবুর রহমান ও বর্তমান প্যানেল চেয়ারম্যান সাদিকুর রহমানের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পল্লী বিদ্যুত সমিতি সিলেট-১ এর সাবেক সভাপতি সৈয়দ মকবুল হোসেন মাখন, এজিএম মৃনাল কান্তি চৌধুরী, মোগলাবাজার থানার ওসি মোঃ খায়রুল ফজল।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পল্লী বিদ্যুত সমিতি সিলেট-১ এর পরিচালক মাহবুবুর রহমান, লন্ডন প্রবাসী এমরান শিকদার, উপজেলা শ্রমিক লীগের সভাপতি আনোয়ার হোসেন মাষ্টার, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নেছার আলী, সাবেক সাধারণ সম্পাদক আতিকুল হক মাষ্টার, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আশিক আলী, আওয়ামীলীগ নেতা বাবুল মিয়া, তুহিন চৌধুরী, ইছবর আলী, মোগলাবাজার ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক সেলিম আহমদ মেম্বার, ইউপি মেম্বার আব্দুল হান্নান, কয়েছ আহমদ, আলী ইমাম, শাহেল চৌধুরী, মাসুকুর রহমান, শাহনুর আহমদ, নোমানুল ইসলাম সাজু, আব্দুল আলী, ছাদিক মিয়া, শিউলী বেগম, আপতারুন বেগম ও হালিমা বেগম, মিল্লাত আহমদ, যুবলীগ নেতা ফখরুল ইসলাম, স্বেচ্ছাসেবক লীগ নেতা সুহেল আহমদ প্রমুখ।

সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন
0Shares

সর্বশেষ সংবাদ শিরোনাম

ফেসবুকে ফেঞ্চুগঞ্জ সমাচার