দক্ষিণ সুরমায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ
২৬ মে ২০১৭, ২৩:৩০
দক্ষিণ সুরমা প্রতিনিধি: দক্ষিণ সুরমা উপজেলা শিক্ষা অফিসের উদ্যোগে উপজেলা পর্যায়ের বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২৬ মে শুক্রবার বিকেলে কুচাই ইছরাব আলী স্কুল ও কলেজ মাঠে অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার শাহেদ মোস্তফার সভাপতিত্বে ও ছাত্রলীগ নেতা এডভোকেট শামীম আহমদের পরিচালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট-৩ আসনের এমপি ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের শিক্ষা বিষয়ক সম্পাদক কবির উদ্দিন আহমদ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ সাইফুল আলম।
উপজেলা শিক্ষা কর্মকর্তা জিয়া উদ্দিনের স্বাগত বক্তব্যের মাধ্যমে সুচিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মোগলাবাজার থানার ওসি খায়রুল ফজল, আওয়ামীলীগ নেতা আব্দুস সালাম মর্তু, ফজলুল করিম হেলাল, গোলাম হাফিজ লুহিত, শাহ আলী রেজা, আব্দুর রহমান আনা, আখতার হোসেন, আব্দুস সালাম, আব্দুল বাসিত রানা, হাজী চুনু মিয়া, সুজন উদ্দিন খান, সেলিম আহমদ মেম্বার, কাবুল আহমদ মেম্বার, এমরান শিকদার, সহকারী শিক্ষা কর্মকর্তা মুসলিমা বেগম, রেবতী রমন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ ফারুক, অধ্যাপক নিরুপম চক্রবর্ত্তী সুব্র, নন্দন পাল, দুলাল আহমদ প্রমুখ।
খেলায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে মোগলাাজার রেবতী রমন সরকারি প্রাথমিক বিদ্যালয় ৩-০ গোলো জাফরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে এবং বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে সৈয়দা নুরুন্ননেছা সরকারি প্রাথমিক বিদ্যালয় ২-১ গোলো জালালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে।
খেলায় বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে ম্যন অব টুর্নামেন্ট নির্বাচিত হয়েছে সৈয়দা নুরুন্ননেছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছাত্রী এমি এবং বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে ম্যন অব টুর্নামেন্ট নির্বাচিত হয়েছে মোগলাাজার রেবতী রমন সরকারি প্রাথমিক বিদ্যালয় ছাত্র মুন্না।