প্রচ্ছদ

টানা নয়বার বাজেট পেশ করে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করতে যাচ্ছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত

৩১ মে ২০১৭, ২২:৪৮

ফেঞ্চুগঞ্জ সমাচার

বৃহস্পতিবার দুপুর দেড়টায় আগামী ২০১৭-২০১৮ অর্থবছরের জন্য জাতীয় সংসদে বাজেট
পেশ করবেন।

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এমপি জাতীয় সংসদে একাধারে নয়বার বাজেট পেশ করে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করতে যাচ্ছেন। প্রতিবারের মত এবারো ডিজিটাল পদ্ধতিতে অর্থাৎ পাওয়ার পয়েন্টের মাধ্যমে তিনি বাজেট উপস্থাপন করবেন।

এটি হবে বর্তমান আওয়ামী লীগ সরকারের দ্বিতীয় মেয়াদের চতুর্থ বাজেট। অন্যদিকে ২০০৮ সালে নির্বাচিত হবার পর এ পর্যন্ত এটা হবে আওয়ামী লীগ সরকারের নবম বাজেট।

আগামী অর্থবছরের বাজেটের সম্ভাব্য আকার ৪ লাখ ২৬৬ কোটির টাকা হবে বলে অর্থমন্ত্রণালয়ের সূত্র থেকে জানা গেছে।

প্রস্তাবিত বাজেটে রাজস্ব বোর্ডের রাজস্ব লক্ষ্যমাত্রা ২ লাখ ৪৮ হাজার কোটি টাকা ধরা হয়েছে বলে এনবিআর সূত্রে জানা গেছে। বাজেটে সামাজিক নিরাপত্তাবলয়ের পরিধি আরো বাড়ানোর প্রস্তাব থাকছে। আর এ খাতে সর্বোচ্চ বরাদ্দেরও প্রস্তাব থাকছে।

সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন
0Shares

সর্বশেষ সংবাদ শিরোনাম

ফেসবুকে ফেঞ্চুগঞ্জ সমাচার