সাড়ে তিন কোটি টাকা ব্যয়ে নির্মিত মোগলাবাজার বিদ্যুৎ সাবস্টেশন উদ্বোধন করলেন-মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি
০৩ জুন ২০১৭, ০৩:২৯
সিলেট-৩ আসনের এমপি ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকার ডিজিটাল বাংলাদেশ গড়তে বিদ্যুৎ বঞ্চিত গ্রামগুলো বিদ্যুতায়ন করতে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। দেশের বিদ্যুৎ সমস্যা সমাধানের লক্ষ্যে বিদ্যুৎ উৎপাদন কয়েকগুণ বৃদ্ধি করা হয়েছে। এরই ধারাবাহিকতায় সিলেট-৩ নির্বাচনী এলকার দক্ষিণ সুরমা-ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জের একাংশে পল্লী বিদ্যুৎ সমিতির মাধ্যমে বিদ্যুৎ বঞ্চিত গ্রামগুলো শতভাগ বিদ্যুৎ সংযোগ নিশ্চিত করা হচ্ছে। গ্রাহকদের সুবিধার্থে মোগলাবাজারে পল্লী বিদ্যুতের সাবস্টেশন চালু হওয়ার মাধ্যমে এই অঞ্চলের বিদ্যুৎ গ্রাতকদের ভোগান্তি দূর হয়ে যাবে।
এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী ২ জুন শুক্রবার বিকেল ৩টায় পল্লী বিদ্যুৎ সমিতি সিলেট-১ এর আওতায় মোগলাবাজারে সাড়ে তিন কোটি টাকা ব্যায়ে নির্মিত ৩৩/১১ কেভি সাবস্টেশন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
পল্লী বিদ্যুৎ সমিতি সিলেট-১ এর জেনারেল ম্যানেজার প্রকৌশলী মাহবুবুল আলমের সভাপতিত্বে ও সেলিম আহমদ মেম্বারের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন পল্লী বিদ্যুৎ সমিতি সিলেট-১ এর সাবেক সভাপতি সৈয়দ মকবুল হোসেন মাখন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পল্লী বিদ্যুৎ সমিতি সিলেট-১ এর এজিএম মৃণাল কান্তি, পরিচালক মাহবুবুর রহমান, মোগলাবাজার থানার ওসি খায়রুল ফজল, দাউদপুর ইউপি চেয়ারম্যান এইচ.এম খলিল, সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম আলম, মোগলাবাজার ইউপির সাবেক চেয়ারম্যান হাজী চুনু মিয়া, মোগলাবাজার ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শানর মিয়া, সাধারণ সম্পাদক মহিউদ্দিন, দাউদপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আহমেদ হোসেন খোকন, সাধারণ সম্পাদক আতিকুল হক, কৃষকলীগ নেতা হাজী দুদু মিয়া, আব্দুল আউয়াল কয়েছ, ফেঞ্চুগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আকরাম হোসেন, দক্ষিণ সুরমা উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক নুরুল ইসলাম, সুহেল আহমদ কর্নেল, প্রবাসী এমরান শিকদার, অধ্যাপক মুহিবুর রহমান, নিরুপম চক্রবর্তী শুভ্র, আইয়ুব হোসেন মেম্বার, মকবুল হোসেন, মনসুর আহমদ, নন্দন পাল, দুলাল হোসেন, মঈন উদ্দিন প্রমুখ।