প্রচ্ছদ

বর্তমান সরকারের মূল লক্ষ্য জনগণের প্রত্যাশা পূরণ করা-মাহমুদ উস-সামাদ চৌধুরী

১১ জুন ২০১৭, ০০:৩৪

ফেঞ্চুগঞ্জ সমাচার

সিলেট-৩ আসনের এম.পি প্রতিরক্ষা মন্ত্রণালয় সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মাহমুদ উস-সামাদ চৌধুরী বলেছেন, বর্তমান সরকারের মূল লক্ষ্য জনগণের প্রত্যাশা পূরণ করা। তাই সরকার বিদ্যুৎ, স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, যোগাযোগ ব্যবস্থার উন্নতির লক্ষ্যে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। ফলে জনগণ সরকারের এ সুযোগ সুবিধা গ্রহণের মাধ্যমে তাদের আশা আকাংখার প্রতিফলন গড়ছে।
এম.পি মাহমুদ উস-সামাদ চৌধুরী শুক্রবার বিকেলে বালাগঞ্জ উপজেলার কলমপুর গ্রাম বিদ্যুতায়ন প্রকল্পের উদ্ভোধনকালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আব্দুল মালেক এর সভাপতিত্বে ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জুনেদ আহমদ এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- বালাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার প্রদীপ সিংহ, পল্লী বিদ্যুৎ সমিতি সিলেট-১ এর জেনারেল ম্যানেজার প্রকৌশলী মাহবুবুল আলম, বালাগঞ্জ থানার ওসি এস.এ জালাল উদ্দিন, এডভোকেট সুয়েব আহমদ এপিপি।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পশ্চিম গৌরীপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আমির হুসেন নুরু, পূর্ব গৌরীপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জালাল উদ্দিন, পূর্ব গৌরীপুর ইউ/পি চেয়ারম্যান হিমাংসু রঞ্জন দাস, আওয়ামীলীগ নেতা আব্দুল কাইয়ূম, মুক্তি মিয়া, স্বপ্ন কান্তি, এম রব, শিশু মিয়া, ফেঞ্চুগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কামান্ডার আক্রাম হোসেন, ছাত্রলীগ নেতা নেপুর মিয়া প্রমুখ। পরে এম.পি মাহমুদ উস-সামাদ চৌধুরী পূর্ব গৌরীপুর, পশ্চিম গৌরীপুর ও দেওয়ান বাজার ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বালাগঞ্জে লতিফা কমিউনিটি সেন্টারে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন।
এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক সাবেক ইউ/পি চেয়ারম্যান আব্দুল মতিন, মোগলাবাজার ইউ/পি’র সাবেক চেয়ারম্যান হাজী চুনু মিয়া, দেওয়ান বাজার ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদির খসরু, আব্দুল আজিজ, নাসির উদ্দিন প্রমুখ।

সর্বশেষ সংবাদ শিরোনাম

ফেসবুকে ফেঞ্চুগঞ্জ সমাচার