প্রচ্ছদ

সরকার বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে রয়েছে -মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি

০৪ জুলাই ২০১৭, ০৯:১৭

ফেঞ্চুগঞ্জ সমাচার

সিলেট-৩ আসনের এম.পি, প্রতিরক্ষা মন্ত্রণালয় সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মাহমুদ উস-সামাদ চৌধুরী বলেন, সরকার বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে রয়েছে। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকার জনগণের দুর্ভোগ লাগবে ক্ষতিগ্রস্ত লোকদের মধ্যে ত্রাণ ও নগদ টাকা বিতরণ করে যাচ্ছে। দলীয় সর্বস্তরের নেতাকর্মীদের বন্যায় ক্ষতিগ্রস্ত লোকদের পাশে দাঁড়ানোর জন্য জননেত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন। সরকারের পাশাপাশি সমাজের বৃত্তিবান ও প্রবাসীদেরকে বন্যায় ক্ষতিগ্রস্ত লোকদের সাহায্যে এগিয়ে আসার আহবান জানান।

এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী গতকাল ৩ জুলাই সোমবার দিনব্যাপী ফেঞ্চুগঞ্জ উপজেলার ঘিরাছড়া ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ক্ষতিগ্রস্ত লোকদের মধ্যে ত্রাণ বিতরণ কালে উপরোক্ত কথাগুলো বলেন। পরে তিনি হাকালুকি হাওরপারে নৌকাযোগে বন্যায় ক্ষতিগ্রস্ত লোকদের খোঁজখবর নেন। বন্যায় ক্ষতিগ্রস্ত লোকদের সাহায্য-সহযোগিতা করা জন্য উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে রিলিফ কমিটি গঠন করা হয়েছে। এছাড়াও ৫টি ইউনিয়নে ৫টি রিলিফ কমিটি গঠন করা হয়।

 

এমপির সাথে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের অস্থায়ী চেয়ারম্যান শহিদুর রহমান রুমান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি শওকত আলী, যুগ্ম সম্পাদক মুহিব উদ্দিন বাদল, ঘিরাছড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি কমর উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক মিছবাহ আহমদ চৌধুরী, ঘিরাছড়া ইউপি চেয়ারম্যান আশরাফ বাবুল, উপজেলা মুক্তিযোদ্ধা কামান্ডার আকরাম হোসেন, আওয়ামীলীগ নেতা জাহিদ ইকবাল সুনাম, আলতাউর রহমান রুনু, আব্দুল আওয়াল কয়েছ, মনোয়ার হোসেন মাষ্টার, বিজন দেব নাথ, মাহফুজুর রহমান জাহাঙ্গীর, আব্দুল বারি, আনোয়ার মিয়া, মাসুক মিয়া, আব্দুর রব, আব্দুল মছব্বির, জোনাব আলী, আনছার আলী, তৈয়বুর রহমান শাহীন, মাশার আহমদ শাহ, মিনহাজ উদ্দিন, জিল্লু মিয়া, রিমন, ডানিয়েল, জুনেদ, পাশা, সুহেব, ইমন, ফাহিম, শামসুদ্দিন আহমদ, মুমিনুল হাসান, আহাদ আম্বিয়া খোকন, সুহেল আহমদ, জিলাল আহমদ, ইমন, জিপু, শফিকুল, রাসুল আহমদ, শিমুল, মারুফ, পারভেজ আহমদ, সাথী রাণী নাথ, জয়, হৃদয় প্রমুখ।

এর আগে এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভায় যোগদান করেন। এ সময় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের অস্থায়ী চেয়ারম্যান শহিদুর রহমান রুমান, উপজেলা নির্বাহী অফিসার হুরে জান্নাত, সহকারী কমিশনার ভূমি আনিসুর রহমান, ফেঞ্চুগঞ্জ থানার ওসি নাজমুল হোসেন প্রমুখ। এছাড়াও সভায় উপজেলা পরিষদের সকল দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় উপজেলার বন্যা পরিস্থিতি নিয়ে ব্যাপক আলোচনা করা হয়। সভায় বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য মনিটরিং সেল, স্বাস্থ্য সেবার জন্য মেডিকেল টিম গঠন করা হয়।

সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন
0Shares

সর্বশেষ সংবাদ শিরোনাম

ফেসবুকে ফেঞ্চুগঞ্জ সমাচার