প্রচ্ছদ

মুক্তামনির পরবর্তী চিকিৎসার জন্য রক্তের প্লাটিলেট মাত্রা স্বাভাবিক করার চেষ্টা চলছে

২০ জুলাই ২০১৭, ১৯:০০

ফেঞ্চুগঞ্জ সমাচার
প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুক্তামনির চিকিৎসার দায়িত্ব গ্রহণ করেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুক্তামনির চিকিৎসার দায়িত্ব গ্রহণ করেন।

২০ জুলাই, ২০১৭ (বাসস) : রহস্যজনক রোগে আক্রান্ত মুক্তামনির পরবর্তী চিকিৎসা নির্ভর করছে তার ব্লাড সেলের প্লাটিলেট লেভেল স্বাভাবিক হওয়ার ওপর।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সার্জারি বিভাগের ডাক্তার মো. মাহবুবুর রহমান বাসস’কে জানান, মুক্তামনির পরবর্তী চিকিৎসার সিদ্ধান্ত নিতে ৮ সদস্যের মেডিকেল বোর্ড আজ তার ডায়াগনোস্টিক রিপোর্ট পর্যালোচনা করতে বসে। তবে বায়োপসি করার প্রয়োজন হওয়ায় সিদ্ধান্ত নেয়া যায়নি। এ জন্য তার রক্তের প্লাটিলেট লেভেল স্বাভাবিক হওয়া প্রয়োজন।
তিনি বলেন, তার রক্তের প্লাটিলেট লেভেল কমে যাওয়ায় আমরা বায়োপসি করতে পারছি না। স্বাভাবিক পর্যায়ে আনতে এবং বায়োপসির জন্য উপযুক্ত করতে গতকাল তাকে আরো রক্ত দেয়া হয়। তার আরো কিছু ডায়াগনোস্টিক পরীক্ষা করা দরকার।
তিনি আরো বলেন, আগামীকাল পর্যন্ত আমরা তার প্লাটিলেট বৃদ্ধি পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত নেবো। সকল রিপোর্ট পাওয়ার পর মেডিকেল বোর্ড আবার বৈঠকে বসবে। তাকে হাসপাতাল থেকে বিশেষ ডায়েট দেয়া হচ্ছে।
সাতক্ষীরা সদর উপজেলার কামারবাইসা গ্রামের ১০ বছরের কিশোরী মুক্তামনি গত ১১ জুলাই হাসপাতালে ভর্তি হয়।

সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন
0Shares

সর্বশেষ সংবাদ শিরোনাম

ফেসবুকে ফেঞ্চুগঞ্জ সমাচার