ইইউ স্কলারশিপ ‘ইরাসমাস মুন্ডাস’ পেয়েছে ফেঞ্চুগঞ্জের নাঈমুল ইসলাম নাঈম
২২ জুলাই ২০১৭, ১৭:৪২
২০১৭-২০১৯ সেশনে ইউরোপিয়ান ইউনিয়নের স্কলারশিপ ‘ইরাসমাস মুন্ডাস’ পেয়েছেন সিকৃবির ৫ মেধাবী। স্কলারশীপ পাওয়া মেধাবী তরুণেরা হলেন – ১. মো তরিকুল ইসলাম ( সহকারী অধ্যাপক, মাইক্রোবায়োলজি এন্ড ইমিউনলজি) ২. মাজিদুল ইসলাম (ভেটেরিনারি ১২ তম ব্যাচ) ৩. নাঈমুল ইসলাম (ফিসারিজ ৩য় ব্যাচ) ৪. মো আশরাফ হোসাইন (ফিসারিজ ৩য় ব্যাচ) ৫.সঞ্জীব বর্মন শুভ ( ফিসারিজ ৪র্থ ব্যাচ) এই বছর বাংলাদেশ থেকে ৬১ জন এই স্কলারশিপ পেয়েছে। এর মধ্যে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় এর ৫ মেধাবী এই স্কলারশিপ পাবার গৌরব অর্জন করে। যা বাংলাদেশে একক কোনো বিশ্ববিদ্যালয় হিসেবে সর্বোচ্চ। পূর্বেও সিকৃবি থেকে সম্মানিত শিক্ষকরা এই স্কলারশিপে ইউরোপ গেলেও গত বছর থেকে সিকৃবির ছাত্র রা এ স্কলারশিপ পাওয়া শুরু করে। ফিসারিজ ফ্যাকাল্টির আব্দুল বাতেন সিকৃবির ছাত্র হিসেবে প্রথম এ স্কলারশিপ পান । এবং এই বছর ৫ জন স্কলারশিপ প্রাপ্তর মধ্যে ৪ জনই ছাত্র এবং একজন শিক্ষক । ৪ জন ছাত্রের মধ্যে ৩ জন-ই ফিসারিজ ফ্যাকাল্টির স্টুডেন্ট।
স্কলারশিপ প্রাপ্ত মেধাবী শিক্ষার্থী নাইমুল ইসলাম নাইম তার অনুভূতি ব্যাক্ত করতে গিয়ে “অনার্স পড়াকালীন সময় থেকে স্বপ্ন ছিল স্কলারশিপ নিয়ে উচ্চ শিক্ষায় বিদেশে পড়ালেখা করবো। সম্মানিত শিক্ষকদের সহায়তায় নিজেকে প্রস্তুত করি ধীরে ধীরে। এই বছর স্কলারশিপ পেয়ে অনেক ভাল লাগছে। কৃতজ্ঞতা জানাচ্ছি যারা বিভিন্ন সময়ে সহযোগিতা করেছেন বিশেষ করে আমার মাস্টার্স সুপারভাইজার শ্রদ্ধেয় মাহমুদুল ইসলাম স্যারের প্রতি”