প্রচ্ছদ

ফেঞ্চুগঞ্জের ৩টি ইউনিয়নে ত্রাণ বিতরণ করেন মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি

২৪ জুলাই ২০১৭, ১১:৫১

ফেঞ্চুগঞ্জ সমাচার

সিলেট-৩ আসনের এমপি, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, মাহমুদ উস সামাদ চৌধুরী বলেছেন, চলমান বন্যায় প্লাবিত এলাকার পানি না নামা পর্যন্ত ত্রাণ বিতরণ অব্যাহত থাকবে। ফেঞ্চুগঞ্জ-বালাগঞ্জ ও দক্ষিণ সুরমার কয়েকটি গ্রাম বন্যায় প্লাবিত হয়েছে। এতে মানুষের দুর্ভোগ বেড়েছে। দুর্ভোগ লাঘবে সরকারের পক্ষ থেকে ত্রাণ ও নগদ টাকা বিতরণ অব্যাহত রয়েছে। সরকারের পাশাপাশি প্রবাসী ও বিত্তবানরা ক্ষতিগ্রস্ত মানুষের সাহায্যে এগিয়ে এসেছেন। এটা সত্যিই প্রশংসনীয় উদ্যোগ। প্রকৃত ক্ষতিগ্রস্তরা সরকারের ত্রাণ যাতে পায় সেজন্য স্থানীয় জনপ্রতিনিধিদের দায়িত্বশীল ভ‚মিকা পালন করতে হবে।

এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী ২৩ জুলাই রোববার সকালে ফেঞ্চুগঞ্জ, মাইজগাঁও ও উত্তর কুশিয়ারা ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত লোকদের মধ্যে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ত্রান বিতরণ কালে পৃথক পৃথক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

এ সময় উপস্থিত ছিলেন ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের অস্থায়ী চেয়ারম্যান শহিদুর রহমান রুমান, ফেঞ্চুগঞ্জ ইউপি চেয়ারম্যান জাহিরুল ইসলাম মুরাদ, মাইজগাঁও ইউনিয়ন নুরুল ইসলাম বাছিত, মাইজগাঁও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মইন উদ্দিন আহমদ, ফেঞ্চুগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক লোকমান আহমদ লুছমান, উত্তর কুশিয়ারা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নুরুল ইসলাম পংকি, সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম, আওয়ামীলীগ নেতা আব্দুল আউয়াল কয়েস, শাহজাহান শাহ, বীর মুক্তিযোদ্ধা আকরাম হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শহিদুজ্জামান, পারভেজ আহমদ, রুহেল আহমদ, উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি নাহিদ সুলতান পাশা প্রমুখ। পরে এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী প্রবাসী সুয়েব আহমদ চৌধুরী অর্থায়নে বিভিন্ন স্থানে ত্রাণ বিতরণ করেন।

সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন
0Shares

সর্বশেষ সংবাদ শিরোনাম

ফেসবুকে ফেঞ্চুগঞ্জ সমাচার