ফেঞ্চুগঞ্জে কৃষক ও দুঃস্থ নারীদের মধ্যে বীজ ও সেলাই মেশিন প্রদান
২৯ জুলাই ২০১৭, ১৭:৫৬
ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি: ফেঞ্চুগঞ্জ উপজেলার বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষক আর অসহায় দুঃস্থ নারীদের পাশে দাড়ালো ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদ । আজ শনিবার সকালে উপজেলা পরিষদ হলরুমে কৃষক ও নারীদের মধ্যে বীজ ও সেলাই মেশিন বিতরণ করা হয়।
বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা পরিষদের অস্থায়ী চেযারম্যান মোঃ শহিদুর রহমান রোমান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী।
উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ মুহিবুর রহমান ইরানের পরিচালনায় সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ আনিছুর রহমান,উপজেলা কৃষি অফিসার চন্দন কুমার মহাপাত্র,উপজেলা মুক্তিযোদ্ধা কামান্ডার মোঃ আকরাম হোসেন ও আওয়ামীলীগ নেতা আব্দুল আউয়াল কয়েস।
ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের তহবিল থেকে চলতি বন্যায় ক্ষতিগ্রস্ত উপজেলার শতাধিক কৃষকের মধ্যে বীজ ও উপজেলার দুঃস্থ ও অসহায় ৪২ জন নারীর কর্মসংস্থানের লক্ষ্যে পাঁচ লক্ষাধিক টাকা ব্যয়ে বীজ ও সেলাই মেশিন বিতরণ করা হয়।
এছাড়া ৫০ জন কৃষককে বিনা মুল্যে বীজ প্রদান করেন ফেঞ্চুগঞ্জ বাজারের আহমদ ট্রেডার্স ও বীজ ঘরের সত্তাধিকারী মোঃ শাহেদ আহমদ চৌধুরী |
সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন