ইংল্যান্ডের হ্যাটট্রিক ক্লাবে যোগ দিলেন আলী
০২ আগস্ট ২০১৭, ১১:৩৩
২ আগস্ট, ২০১৭ (বাসস) : ১৩তম ইংলিশ ক্রিকেটার হিসেবে টেস্ট ম্যাচে হ্যাটট্রিকের কৃতিত্ব দেখিয়েছেন মঈন আলী। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সোমবার ওভালে শেষ হওয়া তৃতীয় টেস্টে ওস্টারশায়ারের এই অফ-স্পিনার হ্যাটট্রিক পূরণ করেন।
ম্যাচ জয়ের জন্য চতুর্থ দিন শেষে ৪৯২ রানের টার্গেট পায় দক্ষিণ আফ্রিকা। জবাবে দিন শেষে ৪ উইকেটে ১১৭ রান করে প্রোটিয়ারা। পঞ্চম দিন লড়াই করার লক্ষ্যে খেলতে নামে দক্ষিণ আফ্রিকা।
কিন্তু ওপেনার ডিন এলগার ছাড়া আর কোন ব্যাটসম্যানই ইংল্যান্ডের বোলারদের সামনে দাঁড়াতে পারেননি। প্রোটিয়া ইনিংসের শেষদিকে হ্যাট্টিক করেন অফ-স্পিনার মঈন আলী। ফলে ২৫২ রানেই গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকা। নিজের ১৬তম ওভারের শেষ দুটি বলে তিনি দ্বিতীয় স্লিপে বেন স্টোকসের হাতে একে একে সাজঘরে ফেরত পাঠান ডিন এলগার ও কাগিসো রাবাদাকে। পরের ওভারের প্রথম ওভারেই মঈন মর্নে মরকেলকে এলবিডব্লিউ’র ফাঁদে ফেলেন। মরকেলের আউটের সাথে সাথে পঞ্চম দিনে লাঞ্চের পরপরই ম্যাচের সমাপ্তি হয়। ইংলিশরা ২৩৯ রানের দারুন এক জয় তুলে নেয়। এই জয়ে চার ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেল স্বাগতিক ইংল্যান্ড।
প্রায় একশ’ বছরেরও বেশি সময় পরে প্রথমবারের মত হ্যাটট্রিকের মাধ্যমে কোন টেস্ট ম্যাচের ইতি ঘটলো। ১৯০২ সালে ইংল্যান্ডের বিপক্ষে মেলবোর্নে অস্ট্রেলিয়ান অফ-স্পিনার হিউজ ট্রাম্বেল সর্বশেষ বোলার হিসেবে এই কৃতিত্ব দেখিয়েছিলেন। এছাড়া ওভালের ইতিহাসে শততম টেস্টে মঈনের এই কৃতিত্ব প্রথম। ১৮৮০ সালে এই মাঠে টেস্ট ক্রিকেটের যাত্রা শুরু হয়েছিল। ১৯৩৮ সালে জোহাসেনবার্গে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কোন ইংলিশ স্পিনার হিসেবে টম গোডার্ড সর্বশেষ হ্যাটট্রিক এর মাধ্যমে ম্যাচ শেষ করেছিলেন।
এর আগে ইংলিশ বোলার হিসেবে স্টুয়ার্ট ব্রড দু’বার টেস্টে হ্যাটট্রিক করেছেন। সব মিলিয়ে ইংল্যান্ডের হয়ে টেস্টে মঈনের হ্যাটট্রিকের ঘটনা ১৪তম।
ইংল্যান্ডের টেস্ট হ্যাটট্রিক :
১৮৮২/৮৩ : বিলি বেটস বনাম অস্ট্রেলিয়া (মেলবোর্ন)
১৮৯১/৯২ : জনি ব্রিগস বনাম অস্ট্রেলিয়া (সিডনি)
১৮৯৫/৯৬ : জর্জ লোহমান বনাম দক্ষিণ আফ্রিকা (পোর্ট এলিজাবেথ)
১৮৯৯ : জ্যাক হার্নে বনাম অস্ট্রেলিয়া (হেডিংলি)
১৯২৯/৩০ : মরিস এ্যালোম বনাম নিউজিল্যান্ড (ক্রাইস্টচার্চ)
১৯৩৮/৩৯ : টম গোডার্ড বনাম দক্ষিণ আফ্রিকা (জোহানেসবার্গ)
১৯৫৭ : পিটার লোডার বনাম ওয়েস্ট ইন্ডিজ (হেডিংলি)
১৯৯৫ : ডোমিনিক কর্ক বনাম ওয়েস্ট ইন্ডিজ (ওল্ড ট্র্যাফোর্ড)
১৯৯৮/৯৯ : ড্যারেন গফ বনাম অস্ট্রেলিয়া (সিডনি)
২০০৩/০৪ : ম্যাথিউ হগার্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ (বার্বাডোজ)
২০০৭/০৮ : রায়ান সাইডবটম বনাম নিউজিল্যান্ড (হ্যামিল্টন)
২০১১ : স্টুয়ার্ট ব্রড বনাম ভারত (ট্রেন্ট ব্রীজ)
২০১৪ : স্টুয়ার্ট ব্রড বনাম শ্রীলংকা (হেডিংলি)
২০১৭ : মঈন আলী বনাম দক্ষিণ আফ্রিকা (ওভাল)
ম্যাচ শেষের হ্যাটট্রিক :
১৮৯৫/৯৬ : জর্জ লোহমান (ইংল্যান্ড) বনাম দক্ষিণ আফ্রিকা (পোর্ট এলিজাবেথ)
১৯০১/০২ : হিউজ ট্রাম্বেল (অস্ট্রেলিয়া) বনাম ইংল্যান্ড (মেলবোর্ন)
২০১৭ : মঈন আলী (ইংল্যান্ড) বনাম দক্ষিণ আফ্রিকা (ওভাল)