পুলিশ মরলে দুঃখ হয় না, জঙ্গি মরলে দরদ দেখায়’
০২ আগস্ট ২০১৭, ০৪:৩৩
নাহিদ সুলতান পাশা পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক বলেছেন, পুলিশ মারা গেলে একটি মহল কোনো শোক বা দুঃখ প্রকাশ করে না। অথচ জঙ্গি মরলে তারাই আবার দরদ দেখায়। জঙ্গিদের আমরা কেন মেরে ফেললাম, কেন অ্যারেস্ট করলাম না, কেন দুধ কলা দিয়ে জামাই আদর করলাম না।
সোমবার বিকেলে জামালপুর বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম স্টেডিয়ামে জেলা কমিউনিটি পুলিশিং সমাবেশে আইজিপি এসব কথা বলেন।
পুলিশ মহাপরিদর্শক বলেন, ‘আপনারা পুলিশকে মারবেন, হত্যা করবেন, পেট্রোল দিয়ে নিরীহ মানুষকে মারবেন এই সন্ত্রাসী কর্মকাণ্ড আর বাংলার মাটিতে আর হতে দেয়া যাবে না।’
আইজিপি আরও বলেন, ‘আন্দোলনের নামে একটি দল ২০১৩ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত ১৬ জন পুলিশকে পিটিয়ে মেরেছে, পেট্রোল বোমা মেরে মানুষ হত্যা করেছে, তাদেরকে আন্দোলনের নামে আর মানুষ মারার সুযোগ দেয়া হবে না।’
পুলিশ সুপার দেলোয়ার হোসেনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম, বিশেষ অতিথি ছিলেন সাবেক ভূমি মন্ত্রী রেজাউল করিম হীরা এমপি, ফরিদুল হক খান দুলাল এমপি, পুলিশের অতিরিক্ত ইন্সিপেক্টর জেনারেল মুখলেছুর রহমান, জেলা প্রশাসক আহমেদ কবির, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহম্মেদ চৌধুরীসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও প্রশাসন ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন