প্রচ্ছদ

বিভিন্ন উপজেলার সহযোগী সংগঠনের বিদ্রোহী কমিটি গঠনে নেতৃত্ব দিচ্ছেন মিছবা সিরাজ

০২ আগস্ট ২০১৭, ১৮:০৭

ফেঞ্চুগঞ্জ সমাচার

গত ১৮ জুলাই বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী ও সাধারন সম্পাদক মোঃ হারুনুর রশীদ স্বাক্ষরিত ফেঞ্চুগঞ্জ ও দক্ষিণ সুরমা উপজেলা যুবলীগের ২১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদন দেয়। ফেঞ্চুগঞ্জ আওয়ামী যুবলীগের অনুমোদিত কমিটির আহবায়ক হলেন সাবেক ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রলীগের আহবায়ক মাশার আহমদ শাহ, যুগ্ম আহবায়ক সাবেক ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক দিদারুল আলম নিমু ও সাবেক ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রলীগের যুগ্ন-আহবায়ক মাহবুবুল ইসলাম চৌধুরী এবং দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী যুবলীগের অনুমোদিত কমিটির আহবায়ক হলেন সাবেক দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রলীগের সভাপতি নুরুল ইসলাম, যুগ্ম আহবায়ক সাবেক সিলেট মদন মোহন কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক  মোছাদ্দেক হোসেন মোছা ও  সাবেক দক্ষিণ সুরমা উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক  আশিক আলী।

অপরদিকে গত ৩০ জুলাই রোববার রাতে উপজেলা আওয়ামী যুবলীগের ব্যানারে অনুষ্ঠিত যুবলীগের কর্মী সভায় মিজানুর রহমান বাবেলকে আহবায়ক ও মোঃ মহসিন মিয়া,রাজীব মুর্শেদ রাজু, যুগ্ম-আহবায়ক করে ২১ সদস্য বিশিষ্ট ফেঞ্চুগঞ্জ উপজেলা যুবলীগের পাল্টা আহবায়ক কমিটি ঘোষনা করা হয়। উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আব্দুল বাছিত টুটুল যার বিরুদ্ধে ইতিমধ্যে ফেঞ্চুগঞ্জ উপজেলার ৫টি ইউনিয়ন ও ৪৫টি ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধার‌ণ সম্পাদক কর্তৃক দলীয় কার্যক্রমে নিষ্ক্রীয়তার কারনে অনাস্থা্ প্রস্থাব আনা হয়।  তার  বাসভবন প্রাঙ্গঁনে অনুষ্ঠিত কর্মী সভায় সভাপতিত্ব করেন  মিজানুর রহমান বাবেল। আব্দুল্লাহ আল সায়মনের পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামীলীগের অনাস্থাকৃত সম্পাদক আব্দুল বাছিত টুটুল। কর্মী সভায় তিনি অভিযোগ করেন, সম্মেলন ছাড়া ও জেলা কমিটির অনুমোদন ব্যতিত গঠনতন্ত্র পরিপন্থীভাবে আহবায়ক কমিটি অনুমোদন করা হয়েছে। অন্যদিকে গত ৩১ জুলাই দক্ষিণ সুরমার একটি কমিউনিটি সেন্টারে জালাল উদ্দিনকে আহবায়ক করে ৭১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করা হয়।

কেন্দ্র কর্তৃক ঘোষিত নবগঠিত কমিটির আহবায়ক মাশার আহমদ শাহ বলেন, কেন্দ্রীয় কমিটি গঠনতন্ত্রের ২৩ নং ধারা মতে, ত্যাগী পরিক্ষিত সাবেক ছাত্রনেতাদের নিয়ে অত্যন্ত শক্তিশালী কমিটি আমাদের উপহার দিয়েছেন। এই কমিটির মাধ্যমে আগামী নির্বাচনে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য আমরা কাজ করবো। দক্ষিণ সুরমা উপজেলা যুবলীগের নবনির্বাচিত  আহবায়ক নুরুল ইসলাম বলেন, কেন্দ্র কর্তৃক ঘোষিত দক্ষিণ সুরমা উপজেলা যুবলীগের কমিটির মাধ্যমে একটি শক্তিশালী যুবলীগের ঘাটিতে পরিণত করার জন্য আমরা কাজ করবো।

এদিকে আওয়ামী যুবলীগের পাল্টা কমিটির নেতৃবৃন্দরা গত সোমবার কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিছবা উদ্দিন সিরাজের হাতে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন। সাধারণ নেতা-কর্মীরা মনে করছেন, ইদানিং কালে সিলেটের  যুবলীগ, ছাত্রলীগ ও অন্যান্য সহযোগী সংগঠন প্রতিটি উপজেলায় কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিছবা উদ্দিন সিরাজের প্রত্যক্ষ প্ররোচনায় পাল্টা কমিটি গঠন করা হচ্ছে। তিনি কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হলেও এহেন কার্যকলাপের কারনে সিলেট বিভাগের বিভাগীয় সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব থেকে  তাকে অব্যাহতি দিয়ে ময়মনসিংহ বিভাগের দায়িত্ব দেওয়া হয়। মিসবাহ উদ্দিন সিরাজ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হওয়ার পরও দলের নেতাকর্মীদের সঙ্গে তেমন সম্পর্ক নেই। সাংগঠনিক সম্পাদক হিসেবে তিনি ব্যর্থ। তারা বলেন, মিসবাহ সিলেট অঞ্চলের দায়িত্বে থাকার সময় উপজেলা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের অনেক প্রার্থী জয়ী হতে পারেননি। এটা সাংগঠনিক দুর্বলতার বহিঃপ্রকাশ। গত নির্বাচনে সিলেট জেলার ১২টি উপজেলার মধ্যে মাত্র তিনটিতে আওয়ামী লীগ প্রার্থীরা বিজয়ী হয়েছেন।  তিনি সিলেটের প্রত্যেকটি আসনে দলীয় বিরোধী কার্যকলাপ করে প্রত্যেক সংসদ সদস্যকে সাংগঠনিক কাজে বাধা সৃষ্টি করে দলীয় বাধা সৃষ্টি করে দলের ভিতরে কোন্দল সৃষ্টি করছেন। এই পাল্টা কমিটি গঠনকে কেন্দ্র করে নেতা-কর্মীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন
930Shares

সর্বশেষ সংবাদ শিরোনাম

ফেসবুকে ফেঞ্চুগঞ্জ সমাচার