প্রচ্ছদ

৪৬ নদ-নদীর পানি হ্রাস, বাড়ছে ৪৩টির

০৯ আগস্ট ২০১৭, ১৮:৪৩

ফেঞ্চুগঞ্জ সমাচার

৯ আগস্ট, ২০১৭ (বাসস) : বুধবার সকাল ৯ টা পর্যন্ত ৪৬ নদ-নদীর পানি হ্রাস পেয়েছে, বাড়ছে ৪৩টি এবং একটি নদীর পানি অপরিবর্তিত রয়েছে।
নদ-নদীর পরিস্থিতি সম্পর্কে বন্যা পূর্বভাস ও সতর্কীরণ কেন্দ্রের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ৯০টি পানি সমতল স্টেশনের পর্যবেক্ষণ অনুযায়ী ৩ নদীর পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
ব্রহ্মপুত্র-যমুনা এবং পদ্মা ও গঙ্গা নদীসমুহের পানি সমতল বৃদ্ধি পাচ্ছে, অপরদিকে সুরমা-কুশিয়ারা নদীর পানি সমতল হ্রাস পাচ্ছে।
ব্রহ্মপুত্র-যমুনা এবং গঙ্গা ও পদ্মা নদীর পানি সমতল বৃদ্ধি আগামী ২৪ ঘন্টায় অব্যাহত থাকতে পারে।
আগামী ২৪ ঘন্টায় সুরমা নদীর পানি সমতল স্থিতিশীল হয়ে যেতে পারে, অপরদিকে কুশিয়ারা নদীর পানি সমতল হ্রাস অব্যাহত থাকতে পারে।
গতকাল সকাল ৯টা থেকে আজ সকাল ৯ পর্যন্ত গত ২৪ ঘন্টায় ডালিয়া ১৫৮মি.লি. সুনামগঞ্জ ১৫০ মি.লি. লড়েরগড় ১২০মি.লি. এবং টেকনাফে ৬৩ মি.লি. বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন
0Shares

সর্বশেষ সংবাদ শিরোনাম

ফেসবুকে ফেঞ্চুগঞ্জ সমাচার