বলদী উচ্চ বিদ্যালয়ে একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন– মাহমুদ উস সামাদ এমপি
১২ আগস্ট ২০১৭, ১৯:৪৯
সিলেট-৩ আসনের এমপি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী বলেছেন, বর্তমান আওয়ামীলীগ সরকার শিক্ষার উন্নয়নে দেশের প্রত্যন্ত অঞ্চলে কাজ করে যাচ্ছে। বিশেষ করে নারী শিক্ষা প্রসারে সরকার অগ্রণী ভ‚মিকা পালন করছে। দক্ষিন সুরমা-ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জে খুব শীঘ্র্ই শিক্ষা ও বিদ্যুৎ খাতে শতভাগ উন্নয়ন সাধন করা হবে। তিনি শিক্ষকদের উদ্দেশ্যে বলেন মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস শিক্ষার্থীদের জানাতে হবে। এই শোকাহত মাসে আমাদের সবাইকে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধুকে স্মরণ করতে হবে। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, শুধু ভবন নয়, তোমাদেরকে একজন দক্ষ মানব সম্পদে গড়ে উঠতে হবে। এই বিদ্যালয়কে সরকারীকরণের প্রক্রিয়া আমি অব্যাহত রেখেছি। সরকারের উন্নয়নের ধারা অব্যাহত থাকলে দেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করতে বেশি সময় লাগবে না। শিক্ষাক্ষেত্রের পাশাপাশি যোগাযোগ, স্বাস্থ্য, কৃষি ক্ষেত্রেও প্রভুত উন্নতি হয়েছে। সরকারের এই সফলতা অব্যাহত রাখতে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ভিশন ২০২১ বাস্তবায়নে শিক্ষক, অভিভাবক সহ সর্বস্তরের জনসাধারণকে এগিয়ে আসার আহবান জানান।
এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী গতকাল ১২ আগস্ট শনিবার সকালে দক্ষিন সুরমা উপজেলার তেতলী ইউনিয়নের বলদী আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে চার তলা ভিত বিশিষ্ট একাডেমিক ভবনের ভিত্তিপ্র¯Íর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও সাবেক চেয়ারম্যান আলহাজ¦ মইনুল ইসলামের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক আল মেহেদী তালুকদারের পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মো¯Íফা কামাল, বিশেষ অতিথির বক্তব্য রাখেন দক্ষিন সুরমা উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী সাইফুল আলম, দক্ষিন সুরমা থানার ওসি শাহ মোঃ হারুনুর রশীদ, বিদ্যালয়ের দাতা সদস্য ও প্রবাসী হাজী আলী আছকর, উপজেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক কামাল উদ্দিন রাসেল, উপজেলা আওয়ামীলীগের সদস্য আব্দুস সালাম মর্তু, সিলেট মহানগর যুবলীগের যুগ্ম আহবায়ক সেলিম আহমদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন তেতলী ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি খলিলুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুল বাছিত রানা, হাজী জয়নাল আহমদ মেম্বার, আকবর আলী মেম্বার, সেলিম আহমদ মেম্বার, আওয়ামীলীগ নেতা ফারুক আহমদ, চান মিয়া, লয়লু মিয়া, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য ছইল মিয়া, হারুন অর রশীদ, ময়ুর মিয়া শিশু, অভিভাবক সদস্য বাবলী বেগম, তেতলী ইউনিয়ন যুবলীগের সভাপতি নিজামুর রহমান নিজাম, সহ সভাপতি লিটন খান, কামরান আহমদ, বলদী যুব সমাজ কল্যাণ সমিতির সভাপতি রুবেল আহমদ, মরহুম হাজী ইছরাইল আলী তহশীলদার ট্রাস্টের পরিচালক ছাদিকুর রহমান জাকির, বিএনপি নেতা আব্দুল আহাদ, মইন উদ্দিন, সিলেট জেলা সিএইচপি এসোসিয়েশনের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, শিক্ষিকা সাজিয়া খানম, রহিমা আক্তার লিনা, সাইদুর রহমান জীবন, সামিয়া বেগম, ওয়ারিছ আলী প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে কালামে পাক থেকে তেলাওয়াত করেন মাওলানা জিলান আহমদ। উল্লেখ্য, সিলেট শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের তত্তাবধানে ৬০ লাখ টাকা ব্যয়ে একাডেমিক ভবনের কাজ বাস্তবায়ন করা হবে। বিজ্ঞপ্তি