বন্যায় ক্ষতিগ্রস্ত একজন লোকও না খেয়ে থাকবে না— মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি
২৭ আগস্ট ২০১৭, ০৯:৫৮
সিলেট-৩ আসনের এমপি, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, মাহমুদ উস সামাদ চৌধুরী বলেছেন, বন্যায় ক্ষতিগ্রস্ত একজন লোকও না খেয়ে থাকবে না। সরকারের পক্ষ থেকে ত্রাণ সহ সকল ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কথায় এবং কাজে বিশ্বাসী। সম্প্রতি বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ বিতরণ সহ যেসব সরকারী সাহায্য দেওয়ার কথা বলেছিলেন তা বাস্তবে কার্যকর করা হয়েছে। ফলে ক্ষতিগ্রস্তরা ভিজিএফ’র চাল সহ বিভিন্ন সাহায্য পেয়ে যাচ্ছেন। এ সাহায্য তিন মাস অব্যাহত থাকবে।
এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী ২৬ আগস্ট শনিবার দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার ইউনিয়ন, সিলাম ইউনিয়ন ও বালাগঞ্জ উপজেলার পূর্বগৌরীপুর ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে প্রধানমন্ত্রীর পক্ষে ভিজিএফ’র চাল বিতরণ কালে পৃথক পৃথক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
এ সময় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোঃ মহসিন, দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী অফিসার শাহেদ মোস্তফা, সিলাম ইউপি চেয়ারম্যান ইকরাম হোসেন বকত, পূর্বগৌরীপুর ইউপি চেয়ারম্যান হিমাংশু রঞ্জন দাস, দক্ষিণ সুরমা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সফিক উদ্দিন আহমদ, বালাগঞ্জ থানার ওসি এস এম জালাল উদ্দিন, সদর উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক সাইস্তা মিয়া, সাবেক চেয়ারম্যান হাজী চুনু মিয়া, টেক অফিসার ছানাউল হক, ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক জাহেদ ইকবাল সুনাম, সিলাম ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাজী আব্দুল মতিন, সাধারন সম্পাদক নেছার আলী, প্যানেল চেয়ারম্যান সাদিকুর রহমান, কয়েস আহমদ মেম্বার, কামাল আহমদ চৌধুরী মেম্বার, শাহনুর আহমদ মেম্বার, সেলিম আহমদ মেম্বার, পূর্ব গৌরীপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জালাল উদ্দিন, প্রবাসী মোস্তফা আহমদ লাকী, শাহজাহান শাহ, অধ্যাপক মুহিবুর রহমান, প্রভাষক নিরুপম চক্রবর্তী শুভ্র, মুক্তিযোদ্ধা আকরাম হোসেন, মোগলাবাজার থানা জাতীয় পার্টির আহ্বায়ক নিমার আলী, রাসেল আহমদ, দুলাল আহমদ, শাহিন আহমদ, রেজাউল করিম, সুহেল আহমদ, সুরমান আলী, ইসকন্দর আলী, শমস উদ্দিন মেম্বার, আইয়ুব হোসেন মেম্বার, মইন উদ্দিন কৈলেন্দ্র কুমার দাস প্রমুখ।
সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন