প্রচ্ছদ

নবগঠিত ফেঞ্চুগঞ্জ উপজেলা শেখ রাসেল পরিষদের পরিচিতি সভা ও ঈদের শুভেচ্ছা বিনিময়

০৬ সেপ্টেম্বর ২০১৭, ১৪:৫৯

ফেঞ্চুগঞ্জ সমাচার

গতকাল সন্ধ্যায় ফেঞ্চুগঞ্জ উপজেলা শেখ রাসেল পরিষদের নবগঠিত কমিঠির পরিচিতি সভা অনুস্টিত হয় “শেখ রাসেল অডিটোরিয়াম” নুরপুরস্ত ফেঞ্চুগঞ্জ এ, এতে পরিষদের উপজেলা কমিঠির সভাপতি মো: আব্দুল হামিদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে পরিষদের কেন্দ্রীয়য় মহাসচিব মাহমুদ উস সামাদ চৌধুরী এম.পি বলেন, জাতির জনক বঙৃগবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহিদ শেখ রাসের এর স্মৃতি কে ধরে রাখার জন্য এই পরিষদ গঠিতহয় ১৯৮৯ সালে, সততা,শিক্ষা,ঐক্য,শৃঙ্খলা এই নীতি নিয়ে সংগঠনটি পরিচালিত হয় এবং শিক্ষিত ছাত্র-ছাত্রীদের নিয়ে এর কার্যক্রম পরিচালিত হয় সেই সাথে মুক্তিযুদ্বের পক্ষে তারা কাজ করে।আগামী নির্বাচনে এই কমিঠি গুরুত্বপূর্ণ ভূমিকা পালান করবে বলে তিনি আসাবাদ ব্যাক্ত করেন। তিনি পরে মায়ানমারে প্রসঙ্গ তুলে ধরে বলেন, যে ভাবে ঐখানে রোহিঙ্গাদের নির্যাতন করা হচ্ছে তা সকল বর্বরতাকে হার মানাচ্ছে, মানবতা লংঘন হচ্ছে, শিশুসহ অনেক রোহিঙ্গাদের লাশ পানিতে ভাসছে আমি এসবের তিব্র নিন্দা জানাচ্ছি। অনুস্টানে আরো বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি শওকত আলী,পরিষদের সিলেট জেলা সাধারন সম্পাদক দেবব্রত চৌধুরী লিটন,মৌলভীবাজার জেলা সভাপতি এড পার্থ সারতি পাল,সাধারন সম্পাদক রোহেল আহমদ,কাওছার আহমদ,পিরিষদের উপদেষ্টা মণ্ডলীর সদস্য টিপু সুলতান, উপজেলা যুবলীগের আহবায়ক মাশার আহমদ শাহ,সামছুল ইসলাম হেলন,সাহেদ আহমদ,উপজেলা ছাত্রলীগ সভাপিতি জুনেদ আহমদ,কলেজ ছাত্রলীগ সভাপতি জুবের সনি,ফয়সল আহমদ,মারুফ অমিত চৌ:, দ্বীপ পাল,প্রদিপ মালাকার,আ: মালেক,তানভীর হায়দার,শিমুল,জায়েদুল,ইন্দ্রজিত, জামেল,শিহাব আহমদ,দেওয়ান জনি সহ অন্যান্যরা,সঞ্চালনায় ছিলেল সাধারন সম্পাদক মোমিনুল হাসান, পরে কমিটির পক্ষথেকে প্রধান অতিথি কে ফুল দিয়ে শুভেচ্ছা জানানু হয়

সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন
0Shares

সর্বশেষ সংবাদ শিরোনাম

ফেসবুকে ফেঞ্চুগঞ্জ সমাচার