প্রচ্ছদ

শেখ হাসিনা সরকারের লক্ষ্য প্রতিটি এলাকায় শতভাগ বিদ্যুত নিশ্চিত করা -মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি

২৫ সেপ্টেম্বর ২০১৭, ১৭:৩০

ফেঞ্চুগঞ্জ সমাচার

দক্ষিণ সুরমা প্রতিনিধি:সিলেট-৩ আসনের এমপি, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, মাহমুদ উস সামাদ চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকারের লক্ষ্য প্রতিটি এলাকায় শতভাগ বিদ্যুত নিশ্চিত করা। এই লক্ষ্যকে সামনে রেখে পল্লী বিদ্যুতের মাধ্যমে দেশে শতভাগ বিদ্যুৎ নিশ্চিত করার কাজ এগিয়ে চলছে। এরই ধারাবাহিকতায় ইতিপূর্বে ফেঞ্চুগঞ্জে শতভাগ বিদ্যুৎ নিশ্চিত করা হয়েছে। প্রধান মন্ত্রী শেখ হাসিনা ভিডিও কন্সফারেন্সের মাধ্যমে এই প্রকল্পের উদ্বোধন করেন। কিছু দিনের মধ্যে দক্ষিণ সুরমায় শতভাগ বিদ্যুৎ নিশ্চিত করা হবে। বিদ্যুৎ উৎপাদন দিন দিন বৃদ্ধি পাচ্ছে। নতুন নতুন এলাকা বিদ্যুত সংযোগের আওতায় আনা হয়েছে। এখন আগের মতো লোডশেডিং হচ্ছে না। বিদ্যুৎ শিল্পায়নের মাধ্যমে দেশের অর্থনৈতিক সমৃদ্ধশালী হয়েছে। ডিজিটাল বাংলাদেশের অন্যতম একটি দিক হচ্ছে বিদ্যুৎখাত। তাই বর্তমান সরকার বিদ্যুৎখাতে বাজেট বৃদ্ধি করে অনেক শক্তিশালী করেছে। শেখ হাসিনার সরকার পর্যায়ক্রমে দেশের সকল ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিবে।

এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী ২৪ সেপ্টেম্বর শনিবার দক্ষিণ সুরমা উপজেলা লালাবাজার ইউনিয়নে ও বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নে ফুলদি, বাহাপুর, শাহ সিকন্দর, বহরকাটা গ্রামে ৪০ লক্ষ টাকা ব্যয়ে গ্রাম বিদ্যুতায়নের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

লালাবাজার ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বুলবুল আহমদ চৌধুরীর সভাপতিত্বে, ছাত্রলীগ নেতা নাজিম উদ্দিনে পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পল্লী বিদ্যুৎ সমিতি সিলেট-১ এর জেনারেল ম্যানেজার প্রকৌশলী মাহবুব আলম, দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুক্তিযোদ্ধা হাজী সাইফুল আলম, যুগ্ম সম্পাদক রাজ্জাক হোসেন, দক্ষিণ সুরমা থানার ওসি খায়রুল ফজল, এজিএম মৃনাল কান্তি, উপজেলা আওয়ামীলীগ নেতা শাহ ছমির উদ্দিন, আব্দুস সালাম মর্তু।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট মুহিত হোসেন, ওয়ার্ড আওয়ামীলীগ নেতা আলম রেজা, আছ্দ্দার আলী, হাবিবুর রহমান, চেরাগ আলী, সাইস্তা মিয়া, শ্রমিক লীগ নেতা রফিকুল ইসলাম, মনির আলী, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আশিক আলী, ইউনিয়ন যুবলীগের সভাপতি নিজাম উদ্দিন, সাধারণ সম্পাদক হেলাল আহমদ, লিটন আহমদ তালুকদার, জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক লায়েক আহমদ জিকু, নজরুল ইসলাম, ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি জুনেদ আহমদ প্রমুখ।

সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন
0Shares

সর্বশেষ সংবাদ শিরোনাম

ফেসবুকে ফেঞ্চুগঞ্জ সমাচার