সরকার হতদরিদ্র মানুষদের সাবলম্বী করে তুলতে বিভিন্ন কর্মসূচী বাস্তবায়ন করছে-মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি
২৬ সেপ্টেম্বর ২০১৭, ১২:৫৮
সিলেট-৩ আসনের এমপি, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, মাহমুদ উস সামাদ চৌধুরী বলেছেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা হতদরিদ্র মানুষদের সাবলম্বী করে গড়ে তুলতে বিভিন্ন কর্মসূচী বাস্তবায়ন করা হচ্ছে। ফলে দরিদ্র অসহায় মানুষ সরকারের এই সুযোগ সুবিধা গ্রহণের মাধ্যমে উপকৃত হচ্ছে। হতদরিদ্র একজন মহিলা ভিজিডি কার্ডের মাধ্যমে মাসে ৩০ কেজি করে চাল ২ বছর পর্যন্ত পাবে। এছাড়া অনেকে বিধবা ভাতা, বয়স্ক ভাতা, প্রতিবন্ধি ভাতা, মাতৃত্বকালীন ভাতা, ভিজিএফ এর চাল ও ত্রাণ বিতরণ সহ সরকারী বিভিন্ন সাহায্য সহযোগিতা পেয়ে যাচ্ছেন। অতীতে আওয়ামীলীগ সরকার ব্যতিত কোন সরকার এ ধরনে সুুযোগ সুবিধা দিতে পারেনি।
এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী ২৫ সেপ্টেম্বর সোমবার, ফেঞ্চুগঞ্জ উপজেলার ফেঞ্চুগঞ্জ ইউনিয়ন, মাইজগাঁও ইউনিয়ন ও উত্তর কুশিয়ারা ইউনিয়নের হতদরিদ্র লোকদের মধ্যে জন প্রতি ৩০ কেজি করে ভিজিডি কার্ডের চাল বিতরণ কালে পৃথক পৃথক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
এ সময় উপস্থিত ছিলেন ফেঞ্চুগঞ্জ থানার ওসি নাজমুল হোসেন, ফেঞ্চুগঞ্জ ইউপি চেয়ারম্যান জাহিরুল ইসলাম মুরাদ, মাইজগাঁও ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম বাছিত, উত্তর কুশিয়ারা ইউনিয়নের প্রশাসক উপজেলা সমবায় অফিসার সাইদুর রহমান শামীম, উত্তর কুশিয়ারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহিদ আলী, আওয়ামীলীগ নেতা আব্দুল হাই খসরু, লোকমান হোসেন লুছমান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আকরাম হোসেন মেম্বার, আব্দুল কাইয়ুম, মইন উদ্দিন, আব্দুল মালিক সাইস্তা, জয়নাল আবেদীন, রিজু আহমদ, যুবলীগ নেতা পারভেজ আহমদ, ইছন মিয়া, আব্দুল আলী, শাহ আলম শাহজাহান, সেকুল ইসলাম, খালেদ মাহমুদ, দিলোয়ার হোসেন, জামাল উদ্দিন, জুনেল আহমদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি জুনেদ আহমদ, জালাল আহমদ, শমস উদ্দিন প্রমুখ। এর আগে এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী সিলাম ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান ইকরাম হোসেন বখত ও পরিষদের সকল সদস্যবৃন্দের সাথে উন্নয়ন কর্মকান্ড বিষয়ক মতবিনিময় সভায় বক্তব্য রাখেন।
সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন