প্রচ্ছদ

গাড়ি চালানোর অনুমতি পাচ্ছেন সৌদি নারীরা

২৭ সেপ্টেম্বর ২০১৭, ১৬:৫৬

ফেঞ্চুগঞ্জ সমাচার

২৭ সেপ্টেম্বর ২০১৭ (বাসস ডেস্ক): সৌদি বাদশাহ সালমান মঙ্গলবার দেশটিতে প্রথমবারের মতো নারীদের গাড়ি চালানোর অনুমতি সংক্রান্ত একটি আদেশ জারি করেছেন। আগামী জুন থেকে দেশটির নারীরা গাড়ি চালাতে পারবেন।
বিশ্বে সবচেয়ে রক্ষণশীল এ দেশে নারীদের গাড়ি চালানোর অনুমতি সংক্রান্ত এ আদেশকে একটি ঐতিহাসিক সিদ্ধান্ত হিসেবেই দেখা হচ্ছে। খবর এএফপি’র।
খবরে বলা হয়, বিশ্বে সৌদি আরবই একমাত্র দেশ, যেখানে নারীদের গাড়ি চালানোর অনুমতি নেই। কিন্তু এখন তারা গাড়ি চালানোর অনুমতি পেতে যাচ্ছেন।
সৌদি আরবের রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়, বাদশাহ সালমান বিন আব্দুলআজিজ আল-সৌদ দেশটির নারীদের গাড়ি চালানোর লাইসেন্স দেয়ার অনুমতি দিয়ে আদেশ জারি করেছেন।
সৌদি প্রেস এজেন্সির প্রতিবেদনে বলা হয়, নারীদের গাড়ি চালানোর বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো ৩০ দিনের মধ্যে প্রতিবেদন তৈরি করবে। আদেশটি ২০১৮ সালের জুন থেকে কার্যকর হবে।
সৌদি আরবের বিদ্যমান ব্যবস্থায় পুরুষেরাই কেবল গাড়ি চালানোর লাইসেন্স পান। কোনো নারী যদি জনসম্মুখে গাড়ি চালান, তাহলে তাকে গ্রেফতার ও জরিমানা করা হয়।
আইন ভেঙ্গে গাড়ি চালানোয় কিছু নারী কারাভোগও করেছেন।
নারীদের গাড়ি চালানোর অনুমতি দিতে কয়েক বছর ধরে দেশটির মানবাধিকার সংগঠনগুলো প্রচার চালিয়ে আসছে।
নারীদের গাড়ি চালানোর অনুমতি সংক্রান্ত আদেশকে ‘ঐতিহাসিক’ বর্ণনা করেছেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত প্রিন্স খালেদ বিন সালমান। তিনি বলেছেন, সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রিন্স খালেদ বিন সালমান বলেন, গাড়ি চালানোর লাইসেন্স পাওয়ার জন্য নারীদের তাদের পুরুষ অভিভাবকদের অনুমতি নিতে হবে না। নারীরা তাদের ইচ্ছানুযায়ী যেকোনো জায়গায় গাড়ি চালাতে পারবেন।
সৌদি সরকারের পদক্ষেপকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র। জাতিসংঘের মহাসচিব আন্টোনিও গুতেরেসও এই উদ্যোগের প্রশংসা করেছেন।

সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন
0Shares

সর্বশেষ সংবাদ শিরোনাম

ফেসবুকে ফেঞ্চুগঞ্জ সমাচার