প্রচ্ছদ

ফেঞ্চুগঞ্জে কলেজের ঘটনায় ছাত্র রাজনীতিত উত্তেজনা

১৭ অক্টোবর ২০১৭, ০২:৪৩

ফেঞ্চুগঞ্জ সমাচার

ফেঞ্চুগঞ্জ প্রতিনিধিঃ ফেঞ্চুগঞ্জ ডিগ্রী কলেজে শনিবারের ঘটনায় ছাত্রলীগ -ছাত্রদলের মাঝে টান টান উত্তেজনা বিরাজ করছে। পাল্টাপাল্টি কমসুচীতে উত্তপ্ত হয়ে উঠছে উপজেলার প্রধান এই বিদ্যাপীঠের সবুজ ক্যাম্পাস। শনিবার ১৪ অক্টোবর কলেজ ক্যাম্পাসে প্রথম বষের একটি মেয়েকে কেন্দ্র করে ছাত্রলীগ ও ছাত্রদলের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এক পযায়ে তা মারমুখী অবস্থায় চলে যায়। খবর পেয়ে উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি নাহিদ সুলতান পাশা কলেজ ক্যাম্পাসে গেলে সেখানে তার মোটর সাইকেল ভাংচুর করা হয়। এর পর পরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠে। এই ঘটনায় ছাত্রলীগ ছাত্রদলকে দায়ী করে ওইদিনই ফেঞ্চুগঞ্জ থানায় ছাত্রদলের কলেজ শাখার নেতা কমীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। ছাত্রলীগের নাহিদ সুলতান পাশা জানান, ঘটনার দিন কলেজ থেকে তার মামাত ভাই দিতীয় বষের ছাত্র ছাত্রলীগ কর্মী জুলমান তাকে ফোন করে জানায় ছাত্রদলের কমীরা তাকে মারধর করছে। খবর পেয়ে তিনি একাই কলেজে ছুটে যান। ক্যাম্পাসে গিয়ে তিনি আক্রমনের কারন জিজ্ঞেস করেন। পাশা জানান, কিছু বুঝে ওঠার আগেই ছাত্রদলের কলেজ শাখার ছেলেরা তার উপর আক্রমনের চেস্টা চালায়, এক পযায়ে তার মোটরসাইকেল ভাংচুর করে তারা। এ ঘটনায় পাশা বাদী হয়ে ফেঞ্চুগঞ্জ থানায় ছাত্রদলের নেতাকর্মী কে দায়ী করে একটি মামলা দায়ের করেন। মামলা নং ৫, ধারা-।

সর্বশেষ সংবাদ শিরোনাম

ফেসবুকে ফেঞ্চুগঞ্জ সমাচার