প্রচ্ছদ

ফেঞ্চুগঞ্জে শ্রমিক সমাবেশে মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি

০৪ ডিসেম্বর ২০১৭, ১০:৪৫

ফেঞ্চুগঞ্জ সমাচার

 সিলেট-৩ আসনের এমপি, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, মাহমুদ উস সামাদ চৌধুরী বলেছেন, বর্তমান আওয়ামীলীগ সরকার যোগাযোগ ব্যবস্থার উন্নতর ও সহজতর করায় দিন দিন পরিবহন যানবাহনের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এতে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির পাশাপাশি জনগণ এ সুফল ভোগ করছেন। শ্রমিকরা হলেন দেশের প্রাণশক্তি। তাদের পরিশ্রমের মাধ্যমে দেশ আজ উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে। এ ধারা অব্যাহত থাকলে দেশ মধ্যমে পরিণত হতে আর বেশিদিন লাগবে না। তিনি ফেঞ্চুগঞ্জ সেতুর টুল আদায় বন্ধ করার দাবী প্রসঙ্গে বলেন, এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আলাপ করে ব্যবস্থা নেব। পরিবহন শ্রমিকদের বিভিন্ন সমস্যা, দাবী-দাওয়া বাস্তবায়নের ক্ষেত্রে আমার প্রচেষ্টা অব্যাহত থাকবে।
এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী গতকাল ৩ ডিসেম্বর রোববার বিকেলে দক্ষিণ ফেঞ্চুগঞ্জ মাইজগাঁও খেলার মাঠে বিশাল শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
বেলা ২টা থেকে ফেঞ্চুগঞ্জ উপজেলার ট্রাক, মাইক্রোবাস, পিকআপ, কাভার্ড ভ্যান, লেগুনা, টেম্পু, সিএনজি অটোরিক্সা সহ বিভিন্ন স্ট্যান্ড শাখার শ্রমিকরা মিছিল সহকারে সমাবেশে যোগদান করে। ফেঞ্চুগঞ্জ ফেরিঘাট থেকে শ্রমিকরা মিছিল সহকারে প্রধান অতিথি এমপি মাহমুদ উস সামাদ চৌধুরীকে সমাবেশ স্থলে নিয়ে যায়। সমাবেশে বিভিন্ন শ্রমিক শাখার প্রায় ৫ হাজার শ্রমিক সমাবেশে যোগদান করে।
উপজেলা শ্রমিকলীগের সভাপতি আলতাউর রহমান রুনুর সভাপতিত্বে, শ্রমিক নেতা জিতু মিয়া ও উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক মাহফুজুর রহমান জাহাঙ্গীর যৌথ পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি শওকত আলী, সহ সভাপতি সিরাজুল ইসলাম চৌধুরী ও মিসবাহ আহমদ চৌধুরী, যুগ্ম সম্পাদক মহিব উদ্দিন বাদল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শহিদু রহমান রুমান, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি শ্রমিক নেতা নজরুল ইসলাম মিফতার।
উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আব্দুল মতিনের স্বাগত বক্তব্যে মাধ্যমে সূচিত সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মাইজগাঁও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মইন উদ্দিন, উপজেলা কৃষকলীগে সাধারণ সম্পাদক হাজী আবু মিয়া, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল আউয়াল কয়েস, উপজেলা যুবলীগের আহবায়ক মাসার আহমদ শাহ, যুগ্ম আহবায়ক মাহবুবুল ইসলাম মিসলু, উপজেলা ছাত্রলীগের সভাপতি জুনেদ আহমদ, সাধারণ সম্পাদক এ এম ফারহান সাদি, কলেজ ছাত্রলীগের সভাপতি জুবের আহমদ, শ্রমিক নেতা শিপার আহমদ, সুহেল আহমদ, আব্দুল ওয়াহিদ, রুবেল আহমদ, রুনু মিয়া, খিজির আহমদ, রহমত আলী, সায়েব আলী, বশারত আলী, আনোয়ার হোসেন বিকুল, আব্দুল আহাদ, খালেদ আহমদ, আব্দুস ছালাম, রাসেল আহমদ টিটু ও কুতুব উদ্দিন, উপজেলা শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের সভাপতি আব্দুল হামিদ প্রমুখ।

সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন
0Shares

সর্বশেষ সংবাদ শিরোনাম

ফেসবুকে ফেঞ্চুগঞ্জ সমাচার