প্রচ্ছদ

সরকার এ বছর বিদেশে ১২ লাখ শ্রমিক পাঠানোর পরিকল্পনা গ্রহণ করেছে -মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি

২২ এপ্রিল ২০১৮, ০৯:৪৪

ফেঞ্চুগঞ্জ সমাচার

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি বলেছেন- আরব আমিরাতে দক্ষ শ্রমিক পাঠাতে বাংলাদেশ পুরোপুরি প্রস্তুত। তবে তা নির্ভর করবে আরব আমিরাতের চাহিদার উপর। বিদেশগামী শিক্ষিত যুবকদের উদ্দেশ্য করে তিনি বলেন, সরকার তাদের জন্য বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা করেছেন। আগ্রহী যুব ও যুব মহিলাদের বিভিন্ন প্রশিক্ষণ নিয়ে নিজেকে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে হবে। একমাত্র প্রশিক্ষণ প্রাপ্তরাই বিদেশ গিয়ে ভাল উপার্জন করতে পারবেন।
এসময় মন্ত্রী আরো বলেন, শেখ হাসিনার সরকারই প্রথম গত বছর ১১ লাখ শ্রমিক বিদেশ পাঠাতে সক্ষম হয়েছে। এ বছর বিদেশে ১২ লাখ শ্রমিক পাঠানোর পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। বর্তমান সরকার ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে বদ্ধপরিকর। সে লক্ষ্যে সরকারি সেবা সমুহে বিকেন্দ্রীকরন এবং সহজীকরনের কাজ করে যাচ্ছে সরকার। বিদেশগামী কর্মীদের সকল প্রকার হয়রানি বন্ধ এবং সেবা সহজীকরণে মন্ত্রনালয় বদ্ধপরিকর।
মন্ত্রী গতকাল ২১ এপ্রিল শনিবার দুুুুপুরে নগরীর দক্ষিণ সুরমার আলমপুরে সিলেট কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে বিদেশগামী কর্মীদের স্মার্টকার্ড প্রদান এবং বৈদেশিক কর্মসংস্থানে দক্ষ কর্মী প্রেরণের লক্ষ্যে ড্রাইভিং, ক্যাটারিং ও ভাষা প্রশিক্ষণ এবং অনলাইনভর্তি কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট-৩ আসনের এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী। তিনি তার বক্তব্যে বলেন, বর্তমান আওয়ামীলীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পৃষ্ঠপোষকতায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে কারিগরী প্রশিক্ষণ কেন্দ্রের মাধ্যমে দক্ষ জনশক্তি তৈরী হচ্ছে। ফলে বিদেশগামী প্রবাসীরা দেশের ভাবমূর্তি উজ্জ্বল করার পাশাপাশি দেশের রেমিটেন্স বৃদ্ধিতে বিশেষ অবদান রাখছে।
সিলেটের জেলা প্রশাসক নুমেরী জামানের সভাপতিত্বে ও সাংস্কৃতিক কর্মী সাইমুম ইভানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিভাগীয় কমিশনার মোছাম্মৎ নাজমানারা খানুম, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক অতিরিক্ত সচিব সেলিম রেজা, আন্তর্জাতিক অভিবাসন সংস্থার চীফ অব মিশন আব্দুস সাত্তার ইউসুফ। স্বাগত বক্তব্য রাখেন সিলেট কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রকৌশলী ওয়ালী উল্লাহ মোল্লা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের শিক্ষা সম্পাদক কবির উদ্দিন আহমদ, দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাজী সাইফুল আলম, যুগ্ম সম্পাদক রাজ্জাক হোসেন, ২৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি নিজাম উদ্দিন ইরান, সাধারণ সম্পাদক ছয়েফ খান, কুচাই ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আক্তার হোসেন প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে কালামে পাক থেকে তেলাওয়াত করেন মাওলানা শামীম আহমদ। এর আগে মন্ত্রী প্রশিক্ষণ কেন্দ্রের বিভিন্ন ট্রেড ঘুরে দেখেন।

সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন
0Shares

সর্বশেষ সংবাদ শিরোনাম

ফেসবুকে ফেঞ্চুগঞ্জ সমাচার