প্রচ্ছদ

একনেকে ফেঞ্চুগঞ্জ-মাইজগাঁও-পালবাড়ি ও সিলেট-সুলতানপুর-বালাগঞ্জ সড়কের অনুমোদন

২৯ মে ২০১৮, ১৫:৫৯

ফেঞ্চুগঞ্জ সমাচার

৬৬কোটি ২১ লক্ষ টাকা ব্যয়ে সিলেট-সুলতানপুর-বালাগঞ্জ সড়ক ও ৪১ কোটি ১৩ লক্ষ টাকা ব্যয়ে সিলেটের ফেঞ্চুগঞ্জ-মাইজগাঁও-পালবাড়ি সড়ক মেরামত ও প্রশস্তকরণ কাজের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।

মঙ্গলবার (২৯ মে) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে একনেক সভায় সিলেটের এই দুটি সড়কসহ ৫৩৮ কোটি ৩৩লক্ষ টাকা ব্যয়ে জেলা মহাসড়ক যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীতকরণ (সিলেট জোন) প্রকল্পের আওতায় ১৩টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দেয়া হয়। সভা শেষে পরিকল্পনা মন্ত্রী আ.ফ.ম মোস্তফা কামাল সাংবাদিকদের ব্রিফে এ তথ্য জানান।

একনেক সভায় সিলেট-সুলতানপুর-বালাগঞ্জ সড়ক ও ফেঞ্চুগঞ্জ-মাইজগাঁও-পালবাড়ি সড়ক মেরামত ও প্রশস্তকরণ কাজের অনুমোদন দেয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, পরিকল্পনামন্ত্রী আ.ফ.ম মোস্তফা কামাল সহ একনেক সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী।

সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন
0Shares

সর্বশেষ সংবাদ শিরোনাম

ফেসবুকে ফেঞ্চুগঞ্জ সমাচার