প্রচ্ছদ

ফেঞ্চুগঞ্জে সরকারি জায়গা দখল করে তৈরি হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠান

০৭ জুন ২০১৮, ০৪:৩২

ফেঞ্চুগঞ্জ সমাচার

নাহিদ সুলতান পাশা : সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় চান্দপুরে সড়ক ও জনপদের ভূমি দখল করে গড়ে উঠেছে বাজার ও দোকান পাট। প্রায় শ’খানিক বিভিন্ন ধরনের দোকান পাট গড়ে উঠায় ব্যাঘাত ঘটছে স্বাভাবিক চলাফেরায়।

বুধবার (৬ জুন) সরজমিনে ফেঞ্চুগঞ্জ এর গুরুত্বপূর্ণ চান্দপুর-বালাগঞ্জ চান্দপুর-মল্লিকপুর মিরগঞ্জ সড়কের আশেপাশে সরকারী জায়গা দখল করে গড়ে ওঠা এসব দোকানপাট দেখা যায়।

স্থানীয়দের সূত্রে জানা যায়, স্থানীয় ইজ্জাদ মিয়া, শফিক মিয়া, আরো অনেকে সরকারী বিনা অনুমতিতে দোকানপাট তৈরি করছেন। এ কারণে সাধারণ মানুষের যাতাযাতে যেমন কষ্ট হচ্ছে ঠিক তেমনি সরকারি জায়গাও বিনষ্ট হচ্ছে বলে অভিযোগ করেন সাধারণ জনগণ।

সর্বশেষ সংবাদ শিরোনাম

ফেসবুকে ফেঞ্চুগঞ্জ সমাচার