১৮ কোটি ৩৪ লক্ষ টাকা ব্যয়ে ফেঞ্চুগঞ্জে নির্মিত হচ্ছে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র
১৭ জুন ২০১৯, ১৭:৪৯
ফেঞ্চুগঞ্জ উপজেলার টোল প্লাজার পশ্চিম পাশে প্রায় দুই একর জায়গা জুড়ে ১৮ কোটি ৩৪ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে বিদেশে দক্ষ জনশক্তি তৈরির জন্য কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের জনশক্তি ও প্রশিক্ষণ ব্যুরো অধীনে বিবিএল নবেলটি জেবি ঠিকাদারী প্রতিষ্ঠান সেটি আঠার মাসের ভিতরে নির্মাণ কাজ শেষ করবে। এখানে থাকবে ডরমিটরি ভবন, একাডেমিক ভবন, আবাসিক ভবন ও ইত্যাদি।
দশম জাতীয় সংসদের মেয়াদকালে তৎকালীন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি এ প্রকল্প অনুমোদন করান। এ প্রকল্প বাস্তবায়ন হলে বিদেশে গমণইচ্ছুরা প্রশিক্ষণ নিয়ে প্রবাসে গেলে দ্বিগুণ রেমিট্যান্স সরকার পাবে। এর ফলে প্রবাসে গিয়ে যেসব প্রবাসীরা হয়রানির শিকার হন সেটি থেকেও রক্ষা পাবেন।
এখানে হাল্কা ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার প্রোগ্রামিং, ইলেকট্রিশিয়ান, এসি ও ফ্রিজ মেরামত, সেফ ও ওয়েটার , বিভিন্ন ভাষা শিক্ষা ও বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দিয়ে দক্ষ করে বিদেশে প্রেরন করার ব্যবস্থা করা হবে।
সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি’র ঐকান্তিক প্রচেষ্টায় এ প্রকল্প ফেঞ্চুগঞ্জ উপজেলায় স্থাপন হলে এই অঞ্চলের মানুষ আর্থসামাজিক উন্নয়ন হবে বলে এলাকার মানুষ মনে করে।
প্রকল্প তাই এলাকার মানুষ দারুণ উচ্ছ্বসিত এবং সংসদ সদস্যের উপর অত্যন্ত খুশি।দক্ষিণ সুরমা উপজেলার আলমপুরে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র ইতিমধ্যে স্থাপন করা হয়েছে এবং বিভিন্ন বিষয়ে ট্রেনিং দিয়ে জনশক্তি তৈরি করা হচ্ছে।