দক্ষিণ সুরমা উপজেলা প্রশাসনের জাতীয় শোক দিবস পালন
১৫ আগস্ট ২০১৯, ২২:১৫
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে দক্ষিণ সুরমা প্রশাসনের উদ্যোগে ১৫ই আগষবৃহস্পতিবার উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মিন্টু চৌধুরীর সভাপতিত্বে, উপজেলা প্রকৌশলী আফছর আহমদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবু জাহিদ, ভাইস চেয়ারম্যান আইরিন রহমান কলি, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারজানা আক্তার মিতা, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাইফুল আলম, দক্ষিণ সুরমা থানার ওসি খায়রুল ফজল, মোগলাবাজার থানার ওসি আখতার হোসেন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি হাজী চুনু মিয়া, যুগ্ম সম্পাদক রাজ্জাক হোসেন, উপজেলা আওয়ামীলীগ নেতা ফজলুল করিম হেলাল, উপজেলা পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা: সাঈদ এনাম। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সত্যব্রত রায়ের স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- দক্ষিণ সুরমা প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম মুসিক, সিলাম ইউপি চেয়ারম্যান ইকরাম হোসেন বখত, বীর মুক্তিযোদ্ধ সুবল চন্দ্র পাল, মকবুল হোসেন, আকলাছ মিয়া ও ইঞ্জিনিয়ার ওমর আলী, হাজী আতিকুর রহমান, জুলহাস আহমদ, সেলিম আহমদ মেম্বার, উপজেলা ছাত্রলীগ নেতা আব্দুল হাফিজ। এর আগে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, সংসদ সদস্য মাহমুদ-উস-সামাদ’র পক্ষ থেকে, উপজেলা স্কাউট, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, দক্ষিণ সুরমা থানা, মোগলাবাজার থানার পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করা হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন উপজেলা পরিষদ মসজিদের ইমাম আব্দুল বাছিত সেলিম, গীতা পাঠ করেন অর্পিতা রাণী দাস। অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন