প্রচ্ছদ

ফেঞ্চুগঞ্জ উপজেলা হাসপাতাল আরো একটি নতুন এম্বুলেন্স পেল

১৫ জানুয়ারি ২০২০, ২২:৫৭

ফেঞ্চুগঞ্জ সমাচার

সিলেট-৩ আসনের সংসদ সদস্য বানিজ্য ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সংসদীয় কমিটির সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি’র ডিও লেটার এর মাধ্যমে আজকে স্বাস্থ্য অধিদফতর স্বাস্থ্য সেবা বিভাগ থেকে আরোও একটি নতুন এম্বুলেন্স পেল ফেঞ্চুগঞ্জ উপজেলা হাসপাতাল।
তেজগাঁওস্থ কেন্দ্রীয় ঔষধাগার থেকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মো.জাহেদ মালেক এমপি সাংসদ সামাদ চৌধুরীর কাছে এ্যাম্বুলেন্সটি হস্তান্তর করেন।

ইতিমধ্যে মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীত করেছেন। বর্তমানে ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নিত্যদিন সেবা নিচ্ছে ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাড়াও কুলাউড়া, গোলাপগঞ্জ, বালাগঞ্জ, রাজনগর উপজেলার সেবাগ্রহীতারা।

জনগণের স্বাস্থ্য সেবার দিক বিবেচনা করে ডাক্তার স্বল্পতার কারণে গত ডিসেম্বর মাসে ৩জন নতুন মেডিকেল অফিসার যোগদান করেছেন।

উপজেলা স্বাস্থ্য পঃপঃ কর্মকর্তা ডাঃ কামরুজ্জামান জানান, বর্তমান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের মাননীয় এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী মহোদয়ের ঐকান্তিক প্রচেষ্টার ফলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ফেঞ্চুগঞ্জ এর উন্নয়নে নতুন বিল্ডিং , ডাক্তার এবং নার্সদের থাকার জন্য ডরমিটরি, নতুন এম্বুলেন্স প্রদান সহ সার্বিক সহযোগীতার কারণে আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন
0Shares

সর্বশেষ সংবাদ শিরোনাম

ফেসবুকে ফেঞ্চুগঞ্জ সমাচার