সিলেটে প্রধানমন্ত্রীর উপহার ২৫০০ টাকা করে পাচ্ছেন ১ লাখ ৩০ হাজার পরিবার
১৪ মে ২০২০, ১৫:১৬
সিলেট জেলার ১ লাখ ৩০ হাজার পরিবারকে ঈদ উপহার দিচ্ছেন প্রধানমন্ত্ররী শেখ হাসিন।বৃহস্পতিবার দুপুরে আনুষ্ঠানিকভাবে এ উপহার বিতরণ শুরু হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ উপহার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।
সিলেটের জেলা প্রশাসকের কার্যালয় থেকে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে অনুষ্ঠানে অংশ নিয়ে উপকার ভোগীদের কয়েকজন জনপ্রতি আড়াই হাজার টাকা হারে এ উপহার গ্রহণ করেন।
দুর্নীতি ঠেকাতে এবার টাকা বিতরণে ডিজিটাল মাধ্যম ব্যবহার করা হচ্ছে। মোবাইল ফোনে টাকা লেনদেন অ্যাপ বিকাশ, নগদ, রকেট এবং শিউর ক্যাশ এর মাধ্যমে সরাসরি উপকার ভোগীদের ব্যক্তিগত মোবাইল নম্বরে এ টাকা পাঠানো হচ্ছে।
উপহার প্রাপ্তরা জানান, তারা এ টাকা পেয়ে দারুণ খুশি। করোনার এ কঠিন সময়ে কাজ না থাকায় পরিবার- পরিজন নিয়ে খুবই সংকটে আছেন তারা। প্রধানমন্ত্রীর এ উপহার তাদের মনে আশা জাগিয়েছে।
এদিকে, জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম জানিয়েছেন, সিলেট মহানগর এলাকার ৪০ হাজার এবং ১৩টি উপজেলায় আরো ৯০ হাজার, সর্বমোট ১ লাখ ৩০ হাজার পরিবারের তালিকা করা হয়েছে। এই ১ লাখ ৩০ হাজার পরিবারের কাছে ঈদের আগেই আড়াই হাজার টাকা করে প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছে দেয়া হবে। সারাদেশে ৫০ লক্ষ পরিবার পাবেন প্রধানমন্ত্রীর এ উপহার। এজন্য বরাদ্দ দেয়া হয়েছে ১ হাজার ২৫০ কোটি টাকা।
সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন