ফেঞ্চুগঞ্জ অর্গেনাইজেশন অব আমেরিকার ১৩ লক্ষ টাকার অনুদান বিতরণ করলেন এমপি সামাদ চৌধুরী
৩১ মে ২০২০, ১৯:৩৩
ফেঞ্চুগঞ্জ অর্গেনাইজেশন অব আমেরিকা ইনক এর উদ্যোগে করোনা ভাইরাস প্রাদুর্ভাবে কর্মহীন লোক ও উপজেলার ইমাম, মোয়াজ্জিনদের নগদ ১৩শ লোকদের ১৩ লক্ষ টাকা নগদ অর্থ বিতরণ করেন, পৃথক,পৃথক অনুষ্টানে এনগদ অর্থ বিতরণ করেন সিলেট ৩ আসনের এমপি, শেখ রাসেল শিশু কিশোর পরিষদের কেন্দ্রীয় মহাসচিব মাহমুদ উস সামাদ চৌধুরী। এসময় তিনি বলেন দেশের যেকোন দুর্যোগময় মুহুর্তে প্রবাসীরা অনন্য অবদান রাখছেন, সরকারের পাশাপাশি প্রবাসী ও সমাজের বৃত্তবান্দের এগিয়ে আসা সত্যিই প্রশংসার দাবি রাখে ফেঞ্চুগঞ্জ অর্গেনাইজেশন অব আমেরিকা ইনক এর সভাপতি জুনেদ আহমদ চৌধুরী,সাধারণ সম্পাদক কাওছারুজ্জামান কয়েছ, সকল সদস্যবৃন্দ ও তাদের পরিবার ফেঞ্চুগঞ্জে কর্মহীন এবং ইমাম ও মুয়াজ্জিনদের আর্থিক অনুদান প্রদান করায় আমি এই জনপদের সংসদ সদস্য হিসাবে জনগণের পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি বিগত আড়াই মাস দরে বাড়িতে অবস্তান করে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র পক্ষ থেকে, আমার ব্যাক্তিগত পক্ষ থেকে এলাকায়, এলাকায় গিয়ে কর্মহীন লোকদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরন কার্যক্রমে নিজেকে নিয়োজিত রেখেছি, এসব খাদ্য সামগ্রী ও নগদ অর্থ যারা পাচ্ছেন তারা উপকৃত হচ্ছেন, আমি মনে করি প্রবাসী এবং যারা ব্যাক্তিগত পক্ষ থেকে অসহায় মানুষের পাশে সাহায্য সহযোগিতা করছেন তারা মহান আল্লাহর কাছ থেকে সাওয়াব পাবেন, এধরণের সাহায্য সহযোগিতায় সমাজের বৃত্তবানরা আরো এগিয়ে আসবেন বলে আমি মনে করি, আমেরিকা প্রবাসীরা করোনা ভাইরাসের কারনে লকডাউন অবস্থায় থাকার পরে তারা দেশের মানুষের কথা চিন্তা করে সাহায্য সহযোগিতায় এগিয়ে এসেছেন তাদের জন্য আমরা সবাই যেন দুয়া করি,
তিনি আরো বলেন করোনা ভাইরাস এই মহামারী আর যাতে বিস্তার লাভ করতে না পারে সে ব্যাপারে আমরা সবাই সরকারি নির্দেশনা মেনে চলতে সচেষ্ট থাকি,
এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী আজ ৩১ মে, রবিবার, সকালে ফেঞ্চুগঞ্জ কাসিম আলী সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে উপজেলার ৪০০ ইমাম ও মুয়াজ্জিন, উত্তর কুশিয়ারা ইউনিয়নের ১৫৩ জন কর্মহীন লোক, ফেঞ্চুগঞ্জ ইউনিয়নের ১৫৩ জন কর্মহীন লোক, উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়নের ১৫৩ জন কর্মহীন লোকদের মধ্যে নগদ জনপ্রতি ১ হাজার টাকা করে বিতরনকালে পৃথক, পৃথক অনুষ্টান প্রধান অতিথির বক্তব্যোকালে উপরোক্ত কথাগুলো বলেন, এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি শওকত আলী, ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাহিরুল ইসলাম মুরাদ, ঘিলাছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী লেইছ চৌধুরী, ফেঞ্চুগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজি বদরুদ্দোজা, উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমরান আহমদ, উত্তর কুশিয়ারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহমেদ জিলু, প্রবাসী জুবের আহমদ খান, আব্দুল হাই,
ফেঞ্চুগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক রিয়াজ উদ্দিন ইসকা, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক জাহিদ ইকবাল সুনাম, সাংগঠনিক সম্পাদক আব্দুল আউয়াল কয়েস, আব্দুল হাই খসরু, দপ্তর সম্পাদক মাহফুজুর রহমান জাহাঙ্গীর, উত্তর কুশিয়ারা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নুরুল ইসলাম পংকি,সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম, মাইজগাঁও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল মালিক সাইস্তা, উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, ফেঞ্চুগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক লোকমান আলী, উপজেলা যুবলীগের আহবায়ক মাসার আহমদ শাহ,স্বেচ্ছাসেবক লীগ নেতা আতিকুর রহমান সুজন, উপজেলা ছাত্রলীগের সভাপতি জুনেদ আহমদ, সাধারণ সম্পাদক ফারহান সাদিক,ছাত্রলীগ নেতা মেহরাব হোসেন জুনেল প্রমুখ।
পরে এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী ফেঞ্চুগঞ্জ উপজেলার ১৯৯ টি মসজিদে ও দক্ষিন সুরমা উপজেলার ৪৮২টি মসজিদ কমিটির কাছে ৫ হাজার টাকা করে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অনুদানের চেক হস্তান্তর করেন,
এসময় উপস্থিত ছিলেন ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রাখি আহমেদ, দক্ষিন সুরমা উপজেলা নির্বাহী অফিসার মিন্টু চৌধুরী, দক্ষিন সুরমা উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ মাহবুবুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সাইফুল আলম, সাধারণ সম্পাদক শামীম আহমদ, মোগলা বাজার থানার ওসি আখতার হোসেন, মোগলা বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম সাইস্তা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বাধন কান্তি সরকার, ইসলামী ফাউন্ডেশনের প্রতিনিধি এমদাদ হোসেন প্রমুখ।