প্রচ্ছদ

বিএনপির নেতাকর্মীরা অসহায় মানুষের কল্যাণে কাজ করছেন: ইমদাদ চৌধুরী

১৯ ফেব্রুয়ারি ২০২৫, ০১:৪৯

ফেঞ্চুগঞ্জ সমাচার

‘‘বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় সারা বাংলাদেশে বিএনপির নেতাকর্মীরা অসহায় দরিদ্র মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন, ফ্যাসিস্ট হাসিনা ও তার সহযোগিরা বিগত ১৭ বছর লুটপাটের মাধ্যমে দেশকে দুর্নীতির আখড়া বানিয়েছিলো, তাদের বিরুদ্ধে কেউ কথা বললে নেমে আসতো নির্যাতনের স্টিম রোলার, মিথ্যা ও গায়েবী মামলা দিয়ে পুরো দেশের বিএনপি নেতাকর্মী ও নিরীহ মানুষকে হয়রানি করাই ছিলো তাদের কাজ, ৫ আগষ্ট বিএনপি যুবদল ছাত্রদলসহ ছাত্র জনতা খুনি হাসিনার বিরুদ্ধে রাজপথে আন্দোলনের মাধ্যমে তাকে দেশ ছাড়া করেন, সেই জুলাই আগষ্টে হাসিনার নির্দেশে প্রাণ হরণ করা হয় হাজার হাজার মানুষের, যাদের আত্মত্যাগের বিনিময় আজকের এই নতুন বাংলাদেশ, সেই বীর শহীদদের প্রতি জানাই শ্রদ্ধা ও ভালোবাসা’’ মঙ্গলবার ১৮ ফেব্রুয়ারী সিলেট সিটি কর্পোরেশনের ২৬ নং ওয়ার্ডের কদমতলীতে প্রায় ৫শতাধিক শীতার্থ মানুষের মধ্যে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী উপরোক্ত কথাগুলো বলেন।

সিলেট মহানগর বিএনপির যুগ্ম-সম্পাদক ও ২৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আকতার রশিদ চৌধুরীর পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণী অনুষ্ঠান কদমতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। ২৬ নং ওয়ার্ড বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক, মহানগর বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক মফিজুর রহমান জুবেদের পরিচালনা ও অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা ইছাক মিয়ার সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণী অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন, কামাল আহমদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, মহানগর বিএনপির সহ-সভাপতি আফজল উদ্দিন, মহানগর বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক মোর্শেদ মুকুল, স্বনির্ভর বিষয়ক সম্পাদক ডা. এমএ হক বাবুল, সিনিয়র সদস্য মকবুল হোসেন, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি মঈন উদ্দিন, সিলেট দুর্নীতি মুক্তকরণ ফোরামের সহ-সভাপতি ইকবাল হোসেন চৌধুরী, ২৬ নং ওয়ার্ড বিএনপির সাবেক আহবায়ক ও বর্তমান সিনিয়র সদস্য আব্দুস ছাত্তার মামুন, সদস্য সৌমিক আহমদ আছিফ, কোষাধ্যক্ষ সালেহ আহমদ, দপ্তর সম্পাদক নুরুন্নবী জন্টু, সাংগঠনিক সম্পাদক মঈনুল ইসলাম ইমন, ২৬ নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি জমির আলী, প্রবীণ মুরব্বী জমির আলী, সমাজসেবী মির্জা মুহিব, বিএনপি নেতা উজ্জল রঞ্জন চন্দ।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কদমতলী এলাকার প্রবীণ মুরব্বী সাবেক বিডিআর সদস্য কবির আলী, সিলেট জেলা প্রেসক্লাবের সদস্য ও সাবেক তথ্য প্রযুক্তি সম্পাদক এমএ মালেক, ২৬ নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি আব্দুল হক আনা, ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হাই, ইত্যাদি মটরস এর সত্যাধিকারী বিএনপি নেতা রায়হান আহমদ, জালাল উদ্দিন, ইউপি সদস্য গিয়াস উদ্দিন, ওয়ার্ড বিএনপির সদস্য আলম মিয়া, আব্দুস শহীদ, শামীম আহমদ, মুমিন আহমদ, মহানগর যুবদল নেতা আতিকুর রহমান ফরহাদ, মেহেদী হাসান সাজাই, শওকত আহমদ, শামীম আহমদ, অলি আহমদ, তপু আহমদ, দিলোয়ার আহমদ, পারভেজ আহমদ, ইমরান আহমদ, ২৬ নং ওয়ার্ড ছাত্রদল নেতা হাবিব আহমদ প্রমুখ। সিলেট মহানগর বিএনপির যুগ্ম-সম্পাদক ও ২৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আকতার রশিদ চৌধুরী তাঁর বক্তব্যে বলেন, আমি সাধারণ ও দরিদ্র মানুষের জন্য আজীবন কাজ করে যাবো, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমি ওয়ার্ডের প্রতিটি পাড়া মহল্লায় উপস্থিত হয়ে আমার সামর্থ্যমত গরীব অসহায় মানুষকে সহযোগিতা করে যাচ্ছি, এর ধারাবাহিকতা বজায় থাকবে।   প্রেস-বিজ্ঞপ্তি।

সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন
0Shares

সর্বশেষ সংবাদ শিরোনাম

ফেসবুকে ফেঞ্চুগঞ্জ সমাচার