ফেঞ্চুগঞ্জে আন্তর্জাতিক ক্বেরাত সম্মেলন মঙ্গলবার
১৪ ফেব্রুয়ারি ২০১৬, ০০:০৬
১৪ ফেব্রুয়ারী ২০১৬ঃ ফেঞ্চুগঞ্জে লতিফিয়া ক্বারী সোসাইটি’র উদ্যোগে প্রথমবারের মত আন্তর্জাতিক ক্বেরাত সম্মেলন আগামী ১৬ ফেব্রুয়ারী মঙ্গলবার স্থানীয় কাসিম আলী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ উপলক্ষ্যে শুক্রবার সন্ধ্যায় স্থানীয় মোহাম্মদীয়া ফাযিল মাদ্রাসায় শেষবারের মত প্রস্তুতি সভা অনুষ্ঠিত হল। আন্তর্জাতিক ক্বেরাত সম্মেলন বাস্তবায়ন কমিটির আহবায়ক ফেঞ্চুগঞ্জ বাজার জামে মসজিদের খতিব মাওলানা মোঃ বশির উদ্দিন’র সভাপতিত্বে সদস্য সচিব মাওলানা হারুনর রশিদ’র পরিচালনায় সভায় বক্তব্য রাখেন আন্তর্জাতিক ক্বেরাত সম্মেলন বাস্তবায়ন কমিটির উপদেষ্ঠা ও মোহাম্মদীয়া ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দিন , ক্বারী সৈয়দ সুলায়মান আহমদ, আল-ইসলাহ সভাপতি হাজী নুরুল হুদা, বাস্তবায়ন কমিটির যুগ্ম-আহবায়ক হাফিজ তরিকুল ইসলাম, সাংবাদিক মোঃ দেলওয়ার হোসেন পাপ্পু, যুগ্ম-আহবায়ক মাওলানা শামসুদ্দোহা খান, ক্বারী সৈয়দ মওদুদ আহমেদ আদিল, সাইফুর রহমান চৌধূরী শিপু, হোসাইন মোঃ বাবু, সাইফুর রহমান সজিব, মাওলানা হাবিবুর রহমান, মাওলানা আবু সাঈদ সেলিম, মাষ্টার আব্দুল জলিল, ক্বারী মাওলানা আব্দুল জলিল, মাওলানা আব্দুল মালিক, মাওলানা আবু বকর নুরী, বিশিষ্ট মুরব্বি আব্দুল্লাহ ভাগন মিয়া প্রমূখ।
মঙ্গলবার বিকাল ৩ টা থেকে রাত ১১ টা পর্যন্ত এই আন্তর্জাতিক ক্বেরাত সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনের শুভ উদ্বোধন করবেন আল্লামা হুছাম উদ্দিন চৌধূরী ফুলতলি। দীর্ঘ ৮ ঘন্টাব্যাপী পবিত্র কালামে পাক থেকে তিলাওয়াত করবেন, মিশরের শাইখ হাজ্জাজ আল হিন্দাভী ও শাইখ মোহাম্মদ আল মুরীজি, আলজেরিয়া’র শাইখ রিয়াদ আল-জাযায়েরী, বাংলাদেশের শাইখ আহমদ বিন ইউসুফ আল আজহারী, ইরানের শাইখ হামেদ শাকের নেজাদ ও ইরাকের শাইখ ডাঃ কোচার ওমর।
এ সম্মেলনকে কেন্দ্র করে ফেঞ্চুগঞ্জে সাজ সাজ রব সৃষ্টি হয়েছে, শুরু হয়েছে ব্যাপক প্রচার প্রচারনা, নির্মান করা হচ্ছে উপজেলার বিভিন্ন স্থানে রং বেরং এর তোরণ। পবিত্র কালামে পাক থেকে তিলাওয়াত শুনতে আগ্রহী শ্রোতাদের জন্য নিরাপত্তাসহ সকলপ্রকার ব্যাবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানালেন বাস্তবায়ন কমিটির যুগ্ম-আহবায়ক হাফিজ তরিকুল ইসলাম তোফা। এ সম্মেলন সফল করার জন্য ধর্মপ্রাণ সকল মুসলমানদের সার্বিক সহযোগিতার অনুরোধ জানিয়েছেন আয়োজকরা।